দেশ

বেঙ্গালুরুতে মেট্রো রেলের নির্মীয়মাণ পিলার ভেঙে মৃত মা ও ছেলে

মেট্রো রেলের নির্মীয়মাণ পিলার ভেঙে মা ও শিশুপুত্রের মৃত্যু হল। আহত হয়েছেন ওই মহিলার স্বামী। মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে বেঙ্গালুরুর নাভাগাড়া এলাকায়। মৃতদের নাম তেজস্বিনী (২৫) ও বিহান (২ বছর ৬ মাস)। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই মহিলা তাঁর আড়াই বছরের ছেলেকে নিয়ে স্বামীর বাইকে চেপে যাচ্ছিলেন। সেই সময় আচমকাই মেট্রো রেলের নির্মীয়মাণ পিলার তাঁদের ওপর ভেঙে পড়ে। এতে গুরুতর জখম হন মহিলা, তাঁর স্বামী ও সন্তান। স্থানীয়দের সহায়তায় তাঁদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে মহিলা ও শিশুর মৃত্যু হয়। তাঁর স্বামী হাসপাতালে চিকিৎসাধীন। ডিসিপি ইস্ট ভীমশঙ্কর এস গুলেদ বলেন, “ওই দম্পতি তাঁদের ছেলেকে নিয়ে বাইকে চেপে হেব্বালের দিকে যাচ্ছিলেন। নাভাগাড়া এলাকায় মেট্রোর পিলার ভেঙে পড়ে। এতে তাঁরা গুরুতর আহত হন এবং হাসপাতালে স্থানান্তরিত করা হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তেজস্বিনী এবং তাঁর আড়াই বছরের ছেলে বিহান।”