কলকাতা

বর্ষবরণের ভিড় সামাল দিতে রবিবার সকাল থেকেই মিলবে মেট্রো

 নতুন বছরকে স্বাগত জানাতে আনন্দে মাতোয়ারা হবে শহর। সে কথা মাথায় রেখেই আজ ১ জানুয়ারি রবিবার পড়া সত্ত্বেও অতিরিক্ত মেট্রো চালাচ্ছেন কর্তৃপক্ষ।  রবিবার এমনিতে ১৩০টি মেট্রো চললেও ১ জানুয়ারি ১৮৮টি মেট্রো চলবে। এর ফলে মেট্রোর সময়সূচিতেও খানিক বদল হয়েছে। কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরের দিকে দিনের প্রথম মেট্রো সকাল ৯টার বদলে ৬টা ৫০ মিনিটে ছাড়বে। দমদম থেকে কবি সুভাষ স্টেশনের উদ্দেশে যাওয়া মেট্রো সকাল ৯টার পরিবর্তে ৬টা ৫০ মিনিটে ছাড়বে। দমদম থেকে দক্ষিণেশ্বরগামী প্রথম মেট্রো ছাড়বে সকাল ৬টা ৫৫ মিনিটে। দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ পর্যন্ত যাওয়া দিনের প্রথম মেট্রোটি ছাড়বে সকাল ৭টায়। দিনের শেষ মেট্রোর সময়সূচিতে অবশ্য কোনও বদল ঘটছে না। ইস্ট-ওয়েস্ট মেট্রো করিডরে (গ্রিন লাইন) রবিবার কোনও মেট্রো না চললেও শুধু আগামী রবিবারের জন্য ৪৪টি মেট্রো চালানো হবে। ৩০ মিনিট অন্তর মেট্রো পরিষেবা পাবেন যাত্রীরা। গ্রিন লাইনে শিয়ালদহ এবং সেক্টর ফাইভ থেকে দিনের প্রথম মেট্রো ছাড়বে সকাল ৯টায় এবং ওই দুই স্টেশন থেকে শেষ মেট্রো ছাড়বে সন্ধে ৭টা ৩০ মিনিটে।