৭ সেপ্টেম্বর থেকে মেট্রো, বন্ধই থাকছে স্কুল-কলেজ, জমায়েতে বিশেষ ছাড়, কন্টেইনমেন্ট জোনে লকডাউন ৩০ সেপ্টেবর পর্যন্ত
নয়াদিল্লিঃ অর্থনীতির চাকা সচল করতে আনলক-৪ পর্বে বেশ কিছু ছাড় দেওয়ার ঘোষণা করল কেন্দ্র। আনলক-৪ পর্বে এবার গাইড লাইন প্রকাশ করল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। সেখানে বেশ কিছু ছাড় দেওয়া হয়েছে। একইসঙ্গে আনলক-৪ পর্বে মেট্রো রেল চলাচলের ছাড় দেওয়া হয়েছে। আনলক-৪-এর গাইডলাইন প্রকাশ করল কেন্দ্রীয় সরকার। এই পর্বে ছাড় দেওয়া হয়েছে মেট্রো রেলকে। আগামী ৭ সেপ্টেম্বর ২০২০ তারিখ দেশজুড়ে চালু হয়ে যাবে মেট্রো রেল পরিষেবা। যে কোনও জমায়েতে উপস্থিত ব্যক্তির সংখ্যা সর্বাধিক ৫০ থেকে বাড়িয়ে ১০০ জন করা হচ্ছে। যা বলবৎ হবে ২১ সেপ্টেম্বর ২০২০ থেকে। তবে সেইসব জমায়েতে মাস্ক, থার্মাল স্ক্যানিং, হ্যান্ড স্যানিটাইজেশন, সামাজিক দূরত্ব বিধি মানতে হবে। বিয়ের ক্ষেত্রে সর্বাধিক ৫০ জনের জমায়েত হয়ে পারে। শেষকৃত্য বা কবরস্থ করার সময় সেই সংখ্যাটা ২০। আপাতত ২০ সেপ্টেম্বর পর্যন্ত বজায় থাকবে এই নিয়ম। তবে আনলক-৪ পর্বেই সামাজিক জমায়েতে লোক সংখ্যা ৫০ থেকে বাড়িয়ে ১০০ করা হচ্ছে। যদিও তা পুরোপুরি করোনা বিধি মেনেই করতে হবে। ওপেন এয়ার থিয়েটারকে এই পর্বে ২১ সেপ্টেম্বর থেকে ছাড় দেওয়া হয়েছে। মেট্রো রেল চলাচল করলেও স্কুল-কলেজ বন্ধ থাকছে বলে জারি করা হয়েছে বিজ্ঞপ্তি। সিনেমা হল খোলার ছাড়ও দেওয়া হয়েছে। ক্রীড়া, সংস্কৃতি, বিনোদন মূলক অনুষ্ঠানের শর্তসাপেক্ষে অনুমতি দেওয়া হয়েছে। শিক্ষা সংক্রান্ত অনুষ্ঠানের অনুমতি প্রয়োজন বলে গাইডলাইন প্রকাশ করা হয়েছে। এছাড়া, কনটেনমেন্ট জোনভুক্ত এলাকায় আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত কঠোর লকডাউন জারি থাকবে। তবে কেন্দ্রের সঙ্গে আলোচনা না করে কনটেনমেন্ট জোনের বাইরের এলাকায় কোনও লকডাউন জারি করবে না রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল।দেখে নিন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের সেই নির্দেশিকা –
এক নজরে আনলক ৪
১) ৭ সেপ্টেম্বর থেকে মেট্রো। তবে মেট্রো চালু হলেও একধাক্কায় পূর্বাবস্থায় তা চলবে না
২) লোকাল ট্রেন চালানো নিয়ে কোনও সিদ্ধান্ত হয়নি
৩) শিক্ষা প্রতিষ্ঠান ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বন্ধ। তবে আগামী ২১ সেপ্টেম্বর থেকে নবম-দ্বাদশ শ্রেণীর পড়ুয়ারা স্বেচ্ছায় স্কুলে যেতে পারবে পড়াশোনা নিয়ে তথ্য জানতে। তবে এক্ষেত্রে অভিভাবকের অনুমতিপত্র আবশ্যিক। পাশাপাশি ওই দিন থেকে স্কিল ও গবেষণা সংক্রান্ত কোর্সগুলি চালু করা যাবে
৪) ২১ সেপ্টেম্বরের পর মিছিলের অনুমতি। সর্বোচ্চ ১০০ জনের উপস্থিতিতে ধর্মীয়, সামাজিক ও রাজনৈতিক সমাবেশ করা যাবে
৫) আপাতত বন্ধই থাকবে সিনেমা হল, বিনোদন পার্ক ও সুইমিং পুল