কলকাতা

আইপিএল-এর জন্য মধ্যরাতেও মেট্রো

আগামীকাল গুড ফ্রাইডে উপলক্ষে স্কুল, অফিস, কাছারি ছুটি। স্বভাবতই সপ্তাহের অন্যান্য কাজের দিনের তুলনায় গণপরিবহণে নিত্যযাত্রীদের চাপ অনেকটাই কম থাকবে। সেই কারণেই কলকাতার লাইফ লাইন মেট্রোতে পরিষেবাও অপেক্ষাকৃত কম মিলবে। তবে ক্রিকেটপ্রেমীদের জন্যই বড় পদক্ষেপ করল কলকাতা মেট্রো। এদিন রাতের ম্যাচ দেখে যাতে ক্রিকেটপ্রেমীরা নিরাপদে ও দ্রুত বাড়িতে ফিরতে পারেন তার জন্য মাঝরাত অবধি পরিষেবা দিতে চলেছে তাঁরা। তবে আগামিকাল যেহেতু গুড ফ্রাইডে, তাই আগামিকাল কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর রুটে কমবে মেট্রো পরিষেবার সংখ্যা। অর্থাৎ কম সংখ্যায় ট্রেন চলবে। এদিন নাইট ফ্যানদের খেলা শেষে নিরাপদে বাড়ি ফেরা নিশ্চিত করতে মেট্রো রেল কর্তৃপক্ষ মধ্যরাতের পর একজোড়া স্পেশাল মেট্রো চালানোর সিদ্ধান্ত নিয়েছে। নীতিশ রানাদের ম্যাচ রয়েছে যথাক্রমে– ৬, ১৪, ২৩ এপ্রিল এবং ৮, ১১ এবং ২০ মে। অর্থাৎ এদিন থেকেই এই পরিষেবা পাবেন ক্রিকেটপ্রেমীরা। পাশাপাশি বাকি দিনগুলিতেও মিলবে এই পরিষবা। এই সব দিন রাত ১২টা ১৫ মিনিটে এসপ্ল্যানেড থেকে ছাড়বে এই জোড়া মেট্রো। ইডেন ফেরত জনতার জন্য এই বিশেষ পরিষেবা ছুটবে কবি সুভাষ ও দক্ষিণেশ্বর অভিমুখে। রাত ১২টা ৪৮ মিনিটে এই স্পেশাল সার্ভিস দু’টি নর্থ সাউথ করিডরের দু’দিকের প্রান্তিক স্টেশনে পৌঁছবে। যাত্রীদের কথা মাথায় রেখে মধ্যরাতে এসপ্ল্যানেড মেট্রো স্টেশনে পর্যাপ্ত টিকিট কাউন্টার খোলা থাকবে। এই কাউন্টার থেকে যাত্রীরা টোকেন ও স্মার্ট কার্ড কিনতে পারবেন। মেট্রোর তরফে জানান হয়েছে, কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর রুটে শুক্রবার ১৮৮টি মেট্রো পরিষেবা চলবে। অর্থাৎ, ১০০টি পরিষেবা কমবে। তবে দিনের প্রথম ও শেষ মেট্রোর সময়সূচি অপরিবর্তিত থাকবে। অন্যদিকে, ইস্ট-ওয়েস্ট রুটে কাল সব মিলিয়ে ৯০টি মেট্রো পরিষেবা পাবেন যাত্রীরা। অন্যান্য শুক্রবার সল্টলেক সেক্টর ফাইভ থেকে শিয়ালদহ রুটে ১০৬টি মেট্রো পরিষেবা চলে। গুড ফ্রাইডে উপলক্ষে ১৬টি পরিষেবা কম চলবে। তবে এখানেও দিনের প্রথম ও শেষ মেট্রোর সময়সূচি একই থাকবে।