দেশ ভাইরাল

হায়দরাবাদের এক ইউনিভার্সিটির হোস্টেলের চাটনিতে সাঁতরে বেড়াচ্ছে জীবন্ত ইঁদুর! ভাইরাল ভিডিও

চাটনিতে ভাসছে আস্ত ইঁদুর। এই কাণ্ডটি ঘটে গিয়েছে হায়দরাবাদের নামি ইউনিভার্সিটির হোস্টেলে। খাবার রান্না করতে গিয়ে অবহেলা, নাকি নজরদারিতে গাফিলতি, কী কারণে রান্নাঘরে এমন অস্বাস্থ্যকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে! উঠছে প্রশ্ন। রেগে আগুন নেটিজেনরা। সম্প্রতি, তেলেঙ্গানার সুলতানপুর জওহরলাল নেহেরু টেকনোলজিক্যাল ইউনিভার্সিটির একটি হোস্টেলর বড় ধরনের এই ঘটনা সামনে এসেছে। এখানকার রান্না করা ‘চাটনিতে’ই একটি ইঁদুর পাওয়া গিয়েছে। খুব স্বাভাবিকভাবেই, এটি হোস্টেল শিক্ষার্থীদের জন্য খাদ্য নিরাপত্তার বিষয়ে গুরুতর উদ্বেগ তৈরি করেছে। চাটনিতে একটি ইঁদুরকে রীতিমত চলাফেরা করতে, লাফাতে দেখা গিয়েছে ঘটনাস্থলে অনেক শিক্ষার্থীই নিজেদের ফোনে এই ভিডিয়ো রেকর্ড করেছে। সেই ভিডিয়োই এখন ব্যাপক ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। ভিডিয়োটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার সঙ্গে সঙ্গেই ছাত্রদের স্বাস্থ্য নিয়ে এখন আলোচনা জোরদার হয়েছে বললেই চলে। কলেজ জুড়ে এখন বিক্ষোভের পরিস্থিতি। বাড়ছে ক্ষোভ। ছাত্র ও বিআরএসভি কর্মীরা এই পরিস্থিতি নিয়ে প্রতিবাদের পরিকল্পনাও করছেন। কলেজ কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনও কোনও বিবৃতি আসেনি।