দেশ

ফরাক্কা ব্যারেজে চলন্ত ট্রেন থেকে পড়ে গঙ্গায় তলিয়ে গেলেন শ্রমিক

ঈদের আনন্দে সামিল হতে মুম্বই থেকে বাড়ি ফেরার পথে দুর্ঘটনা । ফরাক্কা ব্যারেজের উপর দিয়ে যাওয়ার সময় ট্রেন থেকে জলে পড়ে তলিয়ে গেলেন এক পরিযায়ী শ্রমিক। চোখের সামনে জলজ্যান্ত যুবককে গঙ্গার জলে তলিয়ে যেতে দেখলেন ট্রেনের সহযাত্রীরা । বৃহস্পতিবার দুপুরে এই মর্মান্তিক ঘটনায় ব্যাপক শোরগোল সৃষ্টি হয়েছে মুর্শিদাবাদের ফরাক্কা ব্যারেজ এলাকায় । তলিয়ে যাওয়া ওই পরিযায়ী শ্রমিকের নাম শেখ সফিকুল (২৬)। তাঁর বাড়ি মালদা জেলার মানিকচক থানার মোত্রাপুর এলাকায় । জানা গিয়েছে, বেশ কিছুদিন আগেই রাজমিস্ত্রির কাজে মুম্বই গিয়েছিলেন সফিকুল । বৃহস্পতিবার বাড়ি পৌঁছনোর কথা ছিল তাঁর । আগামী ৭ জুন ঈদ উপলক্ষ্যে বাড়ি ফিরছিলেন । বৃহস্পতিবার সিগন্যালের কারণে কর্মভূমি এক্সপ্রেস ফরাক্কা ব্যারেজের ওপর দাঁড়িয়ে পড়ে । প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রেনটি ফরাক্কা ব্যারেজের উপর দাঁড়াতেই ট্রেন থেকে নেমে হেঁটে গঙ্গার জল দেখছিলেন তিনি । কিন্তু হঠাৎ ট্রেনটি চলতে শুরু করলে তড়িঘড়ি চলন্ত ট্রেনে চাপতে যান । উঠেও পড়েন । তবে ট্রেনে চাপার সময় মাথায় আঘাত লেগে রক্তাক্ত হয়ে যান ওই শ্রমিক । ট্রেনের দরজার ঠিক পাশেই সহযাত্রীরা তাঁর মাথায় গামছা পেঁচিয়ে ব্যান্ডেজ করার চেষ্টা করছিলেন । সেই সময় অসাবধানতাবশত ২৮ নম্বর গেটের কাছে মুহূর্তেই ট্রেন থেকে জলে পড়ে যান সফিকুল । চোখের সামনে এই মুহূর্তেই গভীর জলে তলিয়ে যায় ওই শ্রমিক । ঘটনার খবর পেয়ে ছুটে আসে ফরাক্কা ব্যারেজের নিরাপত্তার দায়িত্বে থাকা সিআইএসএফ জওয়ানরা । মুহূর্তের মধ্যে চাঞ্চল্য সৃষ্টি হয় । সহযাত্রীদের দাবি, মাথায় গামছা বাঁধার সময় কোনওভাবে দরজা থেকে সরাসরি গঙ্গার আপ স্ট্রিমে পড়ে যান । তারপর যুবকের খোঁজ মেলেনি ।