বিনোদন

প্রয়াত জনপ্রিয় হলিউড অভিনেতা মাইক হেসলিন

অকালে প্রয়াত হলেন জনপ্রিয় হলিউড অভিনেতা মাইক হেসলিন। মৃত্যুকালে তারকার বয়স হয়েছিল মাত্র ৩০ বছর৷ হেসলিনের মৃত্যুর খবর প্রকাশ্যে এনেছেন, তাঁর স্ত্রী স্কটি ডায়নামো৷ শুক্রবার সোশ্যাল মিডিয়ায় তিনি জানান, এক সপ্তাহ ধরে হাসপাতালে ভর্তি ছিলেন তারকা৷ তারপর আর শেষরক্ষা হল না৷ মনে করা হচ্ছে,হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হলেন অভিনেতা৷ হেসলিনের স্ত্রী স্কটি ডায়নামো ইনস্টাগ্রাম পোস্টে আরও জানান, ‘মাইকেল খুবই প্রাণবন্ত ছিল, বয়সেও তরুণ। স্বাস্থ্যগত কোনও জটিলতা ছিল না। কীভাবে কী হয়ে গেল, চিকিৎসকেরাও বুঝতে পারছিলেন না৷’ জনপ্রিয় টিভি সিরিজ ‘লায়নেস’–এ পোলো চরিত্রে অভিনয় করে বিশ্বজুড়ে পরিচিতি পেয়েছিলেন অভিনেতা মাইক হেসলিন। অভিনয়ের পাশাপাশি পরিচালক, প্রযোজক ও লেখক হিসেবেও পরিচিত ছিলেন হেসলিন। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় জন্ম নেওয়া হেসলিনকে ‘ইয়ংগার’, ‘আই লাভ ইউ বাট আ লাইভ’-সহ বেশ কয়েকটি শোতে দেখা গেছে। ‘দ্য ইনফ্লুয়েন্সারস’ নামে একটি সিরিজ নির্মাণ করেছেন হেসলিন। সম্প্রতি প্যারামাউন্ট প্লাসের ‘লায়নেস’ ও লাইফ টাইমের ‘দ্য হলিডে প্রপোজাল প্ল্যান’ সিরিজের অভিনয় করে বিরাট খ্যাতি পেয়েছেন তিনি।