পর পর দু’বার জোরালো ভূমিকম্পে কেঁপে উঠল ভারতের পড়শি দেশ মায়ানমার। রিখটার স্কেলে প্রথমটির কম্পনের মাত্রা ৭.২ এবং দ্বিতীয়টির মাত্রা ৭.৭ বলে জানিয়েছে ভারতের ভূকম্প পর্যবেক্ষণকারী সংস্থা ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি। মায়ানমারে ভূমিকম্পের আঁচ দেখা গিয়েছে দিল্লি সহ উত্তর ভারতের বিস্তীর্ণ অংশে। মৃদু কম্পন অনুভূত কলকাতা, হুগলির, ব্যান্ডেলে, সুন্দরবন অধ্যুষিত উত্তর ২৪ পরগনার বসিরহাটেও।
