দেশ

হরিয়ানায় মৃদু ভূমিকম্প, রিখটার স্কেলে মাত্রা ২.৫

মঙ্গলবার সকালে কেঁপে উঠল হরিয়ানা। হরিয়ানার ঝাজ্জর প্রদেশে সকাল ৭টা ৮ মিনিটে কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ২.৫। কম্পনের গভীরতা ১২ কিমি গভীরে ছিল বলে জানিয়েছে ন্যাশানাল সেন্টার ফর সিসমোলজি।