দেশ

অন্তর্ঘাত নয়, গাফিলতির যুক্তিই স্পষ্ট! বাহানাগা রেল-স্টেশনে ট্রেন দুর্ঘটনার তদন্তে সিবিআই

বাহানাগা বাজার রেল স্টেশনে ভবাবহ ট্রেন দুর্ঘটনার তদন্তে এলেন সিবিআই আধিকারিকরা ৷ মঙ্গলবার সকাল ১০ মিনিট নাগাদ ঘটনাস্থলে আসেন সিবিআইয়ের আধিকারিক -সহ ১০ জনের একটি দল। এদিন তারা প্রথমেই যান দুর্ঘটনাস্থলে ৷ যে পয়েন্টে দুর্ঘটনা ঘটেছিল অর্থাৎ ১৭এ পয়েন্ট, সেখানে রেলের আধিকারিকদের সঙ্গে গোটা বিষয়টি খতিয়ে দেখে সিবিআই৷ এরপর দুর্ঘটনাগ্রস্ত ট্রেনের বগি দেখতে দেখতে চলে আসেন স্টেশনে৷ স্টেশনে এসে প্রথমেই তাঁরা ঢুকে যান স্টেশন ম্যানেজারের ঘরে প্যানেল রুমে৷ প্যানেল সম্পর্কে যাবতীয় তথ্য সংগ্রহ করেন৷ কীভাবে প্যানেল পরিচালিত হয়, সে সম্পর্কে স্টেশন ম্যানেজার-সহ বাকি রেল কর্মী ও আধিকারিকদের সঙ্গে কথা বলেন৷ এরপর যান রিলে রুমের সামনে৷ যদিও রিলে রুমের তালা বা ডবল লক খুলে ভেতরে তাদের যেতে দেখা যায়নি৷ এদিন স্টেশন ম্যানেজারের ঘরে বসে বসেই সিবিআই একাধিক ব্যক্তির সঙ্গে কথা বলেন। স্টেশন

banganews.net

অপারেশন সংক্রান্ত বিভিন্ন নথি সংগ্রহ করেন৷ এই দুর্ঘটনায় বার বার সামনে আসছে ষড়যন্ত্রের তত্ত্ব৷ তাই প্যানেল রুম দেখা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে৷ সূত্রের খবর, পুনরায় জিজ্ঞাসাবাদ করা হবে। ওড়িশার বালাসোরে ভয়াবহ রেল দুর্ঘটনার পর উঠছে রেলের গাফিলতির অভিযোগ। বিরাট চাঞ্চল্যকর রিপোর্ট সামনে আসার পরেও রেল আমল দেয়নি বলে অভিযোগ। রেলের সিগন্যালিং ব্যবস্থায় বড়সড় গন্ডগোল রয়েছে। চার মাস আগে বিস্তারিত রিপোর্ট দিয়ে সতর্ক করেছিলেন দক্ষিণ-পশ্চিম রেলের প্রিন্সিপাল চিফ অপারেশন ম্যানেজার হরিশঙ্কর বর্মা। ওই জোনের জেনারেল ম্যানেজারকে লেখা চিঠিতে সিগন্যালিং ও পয়েন্টের তালমিলের বড়সড় গলদ রয়েছে। রিপোর্টে বিস্তারিত জানিয়ে একটি দুর্ঘটনার বিষয়েও বিশদে জানিয়েছিলেন তিনি। করমণ্ডল-কাণ্ডের পর তা নিয়ে কোনও সতর্কতাই অবলম্বন করা হয়নি বলে বিরাট অভিযোগ উঠে আসছে।