সেনা-জঙ্গি গুলির লড়াইয়ে নিহত পাঁচ জঙ্গি। জম্মু-কাশ্মীরের কুলগামে বৃহস্পতিবার থেকে চলছে গুলির লড়াই । শুক্রবার ভোরে লড়াইয়ের তীব্রতা বাড়ে। তল্লাশি অভিযানে গুলির লড়াই শুরু হয় । দক্ষিণ কাশ্মীরের সামনো গ্রামে লুকিয়ে জঙ্গিরা, বলে সেনা সূত্রের খবর । জঙ্গিরা লস্কর সংগঠনরে বলে মনে করা হচ্ছে । যদিও এখনও এই বিষয়ে সেনার তরফে কিছু জানানো হয়নি । ঠিক কতজন জঙ্গি এখনও লুকিয়ে সে বিষয়ে সঠিক তথ্য পাওয়া যায়নি । বৃহস্পতিবার থেকে চলা অভিযান সেনাবাহিনী মাঝে থামাতে বাধ্য হয় । কারণ, অন্ধকারে দৃশ্যমানতা কমে যায় । শুক্রবরা ভোর থেকে ফের শুরু হয় তল্লাশি অভিযান । তখনই পাঁচ জঙ্গি নিকেশ করা হয় বলে জানাচ্ছে ভারতীয় সেনা । সেনা, পুলিশ ও সিআরপিএফের যৌথ উদ্যোগে চলছে তল্লাশি অভিযান । জম্মু-কাশ্মীর পুলিশ সূত্রের খবর, বৃহস্পতিবার বিকেল নাগাদ জঙ্গিদের খোঁজে তল্লাশি অভিযান শুরু হয়। জঙ্গিদের লুকিয়ে থাকার খবর গোপন সূত্রে পায় ভারতীয় সেনা । কুলগাম জেলার সামনো গ্রামে জঙ্গি-দাপট নতুন নয় । সেই গ্রামেই তল্লাশি অভিযান চালিয়ে জঙ্গিদের নিকেশ , সেনার বড়সড় সাফল্য বলে মনে করা হচ্ছে ।