দেশ

কর্মরত অবস্থায় চিকিৎসক-নার্স সহ স্বাস্থ্যকর্মীদের উপরে হামলা হলে ৬ ঘণ্টার মধ্যে FIR করুন, ‘আরজি কর’ আবহে নির্দেশ কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের

কর্মরত অবস্থায় চিকিৎসক, নার্স-সহ স্বাস্থ্যকর্মীদের উপরে হামলা চালানো হলে ছয় ঘণ্টার মধ্যে এফআইআর দায়ের করতে হবে। নির্দেশ দিল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। আরজি কর মেডিক্যাল কলেজ এবং হাসপাতালের তাণ্ডবের মধ্যেই শুক্রবার স্বাস্থ্য মন্ত্রকের তরফে জানানো হয়েছে, স্বাস্থ্যকর্মীদের উপরে হামলা চালানো হলে এফআইআর দায়েরের জন্য হাতে সর্বোচ্চ ছয় ঘণ্টা পাবেন সংশ্লিষ্ট হাসপাতালের প্রধান।  শুক্রবার স্বাস্থ্য মন্ত্রকের নির্দেশিকায় বলা হয়েছে, ‘সম্প্রতি দেখা গিয়েছে যে সরকারি হাসপাতালে চিকিৎসক এবং অন্যান্য স্বাস্থ্যকর্মীদের উপরে হামেশাই হামলার ঘটনা ঘটছে। ডিউটির সময় স্বাস্থ্যকর্মীরা শারীরিক হেনস্থার শিকার হন। অনেককে হুমকি দেওয়া হয় বা মৌখিক আগ্রাসনের শিকার হন অনেকে। অধিকাংশ ক্ষেত্রে সেই হামলা চালান রোগী বা রোগীর পরিবারের সদস্যরা।’ ওই নির্দেশিকায় স্বাস্থ্য মন্ত্রকের তরফে বলা হয়েছে, ‘ডিউটিতে থাকার সময় যদি কোনও স্বাস্থ্যকর্মী কোনওরকম হিংসাত্মক ঘটনার শিকার হন, তাহলে সেই ঘটনার ছয় ঘণ্টার মধ্যে এফআইআর দায়ের করার দায়িত্ব থাকবে ওই প্রতিষ্ঠানের প্রধানের উপরে।’ সেইসঙ্গে কেন্দ্রের তরফে জানানো হয়েছে, হাসপাতালের তরফেই অভিযোগ দায়ের করতে হবে। ছয় ঘণ্টা পাবেন সংশ্লিষ্ট হাসপাতালের প্রধান।