ক্রাইম

ঝাড়খণ্ডের মায়ের সামনেই নাবালিকা গণধর্ষণ

ঝাড়খণ্ডে ফের ধর্ষণের ঘটনা সামনে এসেছে। এখানে মায়ের সামনেই তার নাবালিকা মেয়েকে গণধর্ষণ করেছে পাঁচ যুবক। নাবালকের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। পুলিশ একটি মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে। নাবালিকাটির শারীরিক পরীক্ষা করা হয়েছে ও রিপোর্টের অপেক্ষায় রয়েছেন তদন্তকারী অফিসাররা। এই ধর্ষণের ঘটনার তদন্তে সিট গঠন করেছে দেওঘর জেলা পুলিশ। ঘটনাটি মধুপুর মহকুমা এলাকার। ঘটনার বিষয়ে নির্যাতিতার মা জানান, তিনি তার মেয়েকে নিয়ে পাশের একটি গ্রামে ছটিহারি অনুষ্ঠানে যোগ দিতে এসেছিলেন। কিন্তু কর্মসূচি স্থগিত করা হয়। আসুন আমরা আপনাকে বলি, ছথারি বিভিন্ন অনুষ্ঠান ইত্যাদিতে ঘরে ঘরে শুভেচ্ছা জানিয়ে পরিবারকে খাওয়ায়। নির্যাতিতার মা জানান, অনুষ্ঠান না হলে তাকে পাথরোলের কাছে নামিয়ে দেওয়া হয়। পায়ে হেঁটে যাচ্ছিল। এসময় বাহাদুরপুরের কাছে দুটি বাইকে করে ৬ যুবক এসে মা ও মেয়েকে জঙ্গলের দিকে নিয়ে যায়। মায়ের সামনে মেয়েকে গণধর্ষণ করেছে পাঁচ যুবক। বাধা দিলে মাকে বেধড়ক মারধর করা হয়। এতে মা আহত হন। তার কাছ থেকে নগদ টাকা, মোবাইল ও আধার কার্ড প্রায় ৫ হাজার টাকা ছিনিয়ে নেয়।