চলন্ত গাড়ির মধ্যে তুলে নিয়ে গিয়ে নাবালিকাকে গণধর্ষণের অভিযোগ ৷ নাবালিকা চিৎকার করলে গাড়ির ভিতরে চলা গানের আওয়াজ বাড়িয়ে দেওয়া হয় বলেও অভিযোগ ৷ ঘটনাটি ঘটেছে বিহারের সহরসায় ৷ নির্যাতিতার বয়ানের ভিত্তিতে ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ৷ পুলিশ সূত্রে খবর, ঘটনাটি গত ১৪ সেপ্টেম্বর ঘটে ৷ সেদিন, ছাগল চড়িয়ে বাড়ি ফিরছিল নির্যাতিতা ৷ সেই সময়, গাড়ি নিয়ে দুই যুবক তার সামনে এসে দাঁড়ায় ৷ তাকে গাড়িতে উঠতে বললে নাবালিকা তা মানতে চাইনি ৷ এরপর তাকে জোর করে ভয় দেখিয়ে গাড়িতে তোলে অভিযুক্ত দুই যুবক ৷ এমনকী, বাঁচার জন্য নাবালিকা চিৎকার করলে গাড়িতে গানের আওয়াজ বাড়িয়ে দেয় অভিযুক্তরা ৷ তাকে চুপ করে থাকার জন্য হুমকিও দেওয়া হয় ৷ ঘটনার পর নাবালিকাকে গাড়ি থেকে ফেলে দিয়ে পালিয়ে যায় অভিযুক্তরা ৷ নির্যাতিতার বয়ানের ভিত্তিতে, গাড়িতে ৩ জন ছিল ৷ একজন গাড়ি চালাচ্ছিলেন ৷ বাকি দু’জন পিছনের সিটে তার সঙ্গে বসে ছিলেন ৷ তাকে গুলি করারও হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করেছে নির্যাতিতা ৷ এরপর কোনও রকমে বাড়ি ফেরে সে ৷ পরিবারের সদস্যরা কী হয়েছে জানতে চাইলেও প্রথমে ভয়ে কিছু বলেনি নাবালিকা ৷ অবশেষে সোমবার পরিবারের চাপে সব কথা বলে ১৪ বছরের ওই নির্যাতিতা ৷ এরপর তাকে নিয়ে সহরসা সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করে নাবালিকার পরিবার ৷ চিকিৎসার জন্য সদর হাসপাতালে পাঠানো হয় নির্যাতিতাকে ৷ তারপর ঘটনার তদন্ত শুরু করা হয় ৷ ঘটনা প্রসঙ্গে সদর থানার ভারপ্রাপ্ত ওসি সুবোধ কুমার জানান, নির্যাতিতার বয়ানের ভিত্তিতে একটি এফআইআর দায়ের করা হয়েছে ৷ ঘটনার তদন্ত শুরু হয়েছে ৷ খুব শীঘ্রই দোষীদের গ্রেফতার করা হবে বলে জানিয়েছেন তিনি ৷