প্রশ্নচিহ্নের মুখে সরকারি হোমের নিরাপত্তা। লিলুয়ার সরকারি হোমে এক নাবালিকার হাতে সেফটিপিন দিয়ে নাম খোদাই করার অভিযোগ। জানা গিয়েছে, সপ্তাহ দুয়েক আগে বাড়ি থেকে রাগারাগি করে চলে গিয়েছিল এক নাবালিকা। তাঁকে উদ্ধার করে জিআরপি। নিয়ে যাওয়া লিলুয়ার হোমে। অভিযোগ, সেখানে থাকা তিনজন তার হাতে সেফটিপিন দিয়ে নিজেদের নাম খোদাই করে দেয়। এরপর ওই মেয়েটি বাড়িতে ফিরে আসার পরই সমস্ত ঘটনা সামনে আসে। খবর পেয়ে ইতিমধ্যেই হোমে গিয়েছে শিশু সুরক্ষা প্রতিনিধি দল। পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।


