ক্রাইম

দিদির শ্লীলতাহানিতে বাধা, উত্তরপ্রদেশের বালিয়াতে কুপিয়ে খুন নাবালককে

দিদির লাগাতার শ্লীলতাহানি। বাধা দেওয়ায় চরম পরিণতি নাবালকের। স্কুলের পাশেই তাকে কুপিয়ে খুন করল কয়েকজন কিশোর। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, রবিবার ভয়াবহ ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের বালিয়াতে। মৃত নাবালকের পরিবারের তরফে মূল অভিযুক্ত সহ কয়েকজন কিশোরের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। তাদের খোঁজ শুরু করেছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, ১৬ বছরের কিশোরীর লাগাতার শ্লীলতাহানি করত অভিযুক্তরা। তা জানতে পেরেই একদিন বাধা দেয় নাবালক। এর জেরেই কুপিয়ে খুন করে বলে অভিযোগ পরিবারের। রবিবার স্কুলের পাশ থেকেই নাবালকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।