দূরত্ব কমতে চলেছে দুই বাংলার । মিতালি এক্সপ্রেসের হাত ধরে পশ্চিমবঙ্গের সঙ্গে ঢাকার মধ্যে যোগাযোগ ফের শুরু হতে চলেছে । সব ঠিকঠাক থাকলে ২৬ মার্চ থেকেই চালু হবে নিউ জলপাইগুড়ি-ঢাকা মিতালি এক্সপ্রেস । ইতিমধ্যে সেই সংক্রান্ত বিষয়ে বিশদে নির্দেশিকা জারি করেছে বাংলাদেশ সরকারের রেল মন্ত্রক । যেখানে জানানো হয়েছে চলতি মাসেই শিলিগুড়ির নিউ জলপাইগুড়ি (এনজেপি) থেকে ঢাকার মধ্যে যাত্রীবাহী তৃতীয় ট্রেন মিতালী এক্সপ্রেস পথ চলা শুরু করবে । নির্দেশিকায় ট্রেনের সফরসূচি এবং ভাড়া সংক্রান্ত একটি বিজ্ঞপ্তিও প্রকাশ করা হয়েছে । আর বিষয়টি প্রকাশ্যে আসতেই উচ্ছ্বসিত পর্যটন ব্যবসায়ীরা । এর ফলে পর্যটনে জোয়ার আসবে বলে
আশায় বুক বেঁধেছেন ব্যবসায়ীরা । পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের সঙ্গে বাংলাদেশের ঢাকার মধ্যে যোগাযোগ স্থাপনে এনজেপি পর্যন্ত রেল চালানোর সিদ্ধান্ত নিয়েছিল দুই দেশের সরকার । গত বছরই ওই ট্রেন পরিষেবা শুরু হওয়ার কথা থাকলেও পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন আর সঙ্গে করোনা পরিস্থিতি থাকায় সেই প্রক্রিয়া থমকে যায় । অবশেষে করোনার সংক্রমণ কম হতেই ভারতের সঙ্গে বাংলাদেশের যোগাযোগ স্থাপনের জন্য তৃতীয় ট্রেন মিতালি এক্সপ্রেস চালানোর ব্যাপারে তোড়জোড় শুরু করেছে দুই দেশের সরকার । যদিও ভারতের রেল মন্ত্রকের তরফে এখনও পর্যন্ত সে রকম কোনও বিজ্ঞপ্তি জারি হয়নি ।