জেলা

ভোট যুদ্ধে জমজমাট প্রচারে দেব-মিঠু

প্রচারে ঝড় তুললেন তৃণমূলের ঘাটালে সাংসদ দীপক অধিকারী এবং সদ্য বিজেপি সদস্য মিঠুন চক্রবর্তী। দু’জনকে ঘিরেই প্রবল উচ্ছ্বাস বাংলাবাসীর। এক সময় এক দলের সদস্য ছিলেন তাঁরা। মত-নীতি-আদর্শে মেলেনি বলেই পথ বেঁকে গেছে দু’দিকে। দুই তারকাকে এই প্রথম একে অপরের দলের বিরুদ্ধে লড়তে দেখছে রাজ্যবাসী। দীর্ঘ পাঁচ বছরের বিরতির পর, রাজনীতির ময়দানে ‘গোখরো সাপের’ মতো খেলতে নামলেন মিঠুন চক্রবর্তী। জঙ্গলমহলে আজ সারাদিন ঘুরে রোড শো করবেন। সেখানে প্রথম দফার ভোট হবে শনিবার। ফলে শেষ মুহূর্তে জমিয়ে প্রচার করতে কোনও খামতি রাখছেন না তিনি। অন্যদিকে মেদিনীপুরের পটাশপুরে প্রচারে নামলেন দেব। বলাই বাহুল্য, তাঁর কথা শোনার থেকেও তাঁকে দেখার জন্য জনসভায় উপচে পড়েছে ভিড়। এরপর নন্দীগ্রামেও তাঁর যাওয়ার কথা রয়েছে। সবমিলিয়ে বাংলার গদি দখলের হাড্ডাহাড্ডি লড়াইয়ে দুই তাবড় সেলেবের প্রচারের কৌশল তারিয়ে তারিয়ে উপভোগ করছেন সকলে।