গত ২৭ অগাস্ট পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ নামে এক সংগঠনের ডাকা নবান্ন অভিযান ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়েছিল কলকাতায় ৷ আগামিদিনে আবারও নবান্ন অভিযান হবে বলে সোমবার কলকাতায় দাঁড়িয়ে হুঁশিয়ারি দিলেন অভিনেতা তথা বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী ৷ আর সেই অভিযানে তিনি নিজে থাকবেন বলেও জানিয়েছেন তিনি ৷ আরজি কর-কাণ্ডের প্রতিবাদে ধর্মতলার ওয়াই চ্যানেলে চলছে বিজেপির ধরনা কর্মসূচি ৷ গত ১৯ দিন ধরে ওই কর্মসূচি চলছে ৷ সোমবার সেখানে হাজির ছিলেন মিঠুন চক্রবর্তী ৷ সেই ধরনা মঞ্চ থেকেই এ দিন তিনি ফের নবান্ন অভিযান করার এবং সেই অভিযানে উপস্থিত থাকার হুঁশিয়ারি দেন ৷ এ দিন মিঠুন চক্রবর্তী বলেন, ‘‘আমরা চোখ খুলে বসে আছি ৷ কারণ, এই সরকার ওদের আন্দোলনকে ভন্ডুল করে দেওয়ার চেষ্টা করবে ৷ সেই জন্য আমরা দু’চোখ খুলে বসে আছি ৷ আর যখন সেটা হবে, তখন বিজেপির আসল রূপ দেখতে পাবেন৷ আমরা মাঠে নামব ৷’’ এর পর নবান্ন অভিযানের প্রসঙ্গে আসেন মিঠুন ৷ তিনি বলেন, “আমি খুব কম কথা বলি । কিন্তু এখন বলছি । এনাফ ইস এনাফ । আবার নবান্ন অভিযান হবে । আর সেই অভিযানে আমি থাকব । এই অভিযান নবান্নের 14 তলায় গিয়েই থামবে । জল কামান চালিয়েছে । টিয়ার গাস ছুঁড়েছে । এবার গুলিও চালাবে । তৈরি থাকুন । সেই দিন এসে গিয়েছে । আত্মাহুতিও দিতে হতে পারে ।’’