কলকাতা

অবশেষে কাটল শপথ জট, চাপে পড়ে পিছিয়ে এলেন রাজ্যপাল!

অবশেষে কাটল সায়ন্তিকা বন্দ‍্যোপাধ‍্যায় এবং রেয়াত হোসেনের শপথ জটিলতা। নিজের সিদ্ধান্ত থেকেই পিছিয়ে এলেন রাজ্যপাল। বিধানসভার ডেপুটি স্পিকার আশীষ বন্দ্যোপাধ্যায়কে দায়িত্ব দিলেন শপথ বাক্য পাঠ করানোর জন্য। সূত্রের খবর অনুযায়ী, গত ২রা জুলাই দিল্লিতে বসেই রাজ্যপাল এই সিদ্ধান্ত নিয়েছেন। নবনির্বাচিত দুই বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় ও রেয়াত হোসেন সরকারের তরফে বারবার অনুরোধ আসায় ডেপুটি স্পিকারকে এই দায়িত্ব দিলেন রাজ্যপাল। বরানগরের নির্বাচিত তৃণমূল নেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং ভগবানগোলার নির্বাচিত প্রতিনিধি রেয়াত হোসেন সরকারের বিধায়ক পদে শপথগ্রহণ নিয়ে গত কয়েকদিন ধরেই টানাপড়েন অব্যাহত৷ দুই বিধায়কের রাজভবনে শপথগ্রহণের কথা জানিয়েছিলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস৷ কিন্তু, তাতে রাজি হননি সায়ন্তিকারা৷