উত্তর কলকাতার সাংসদের বিরুদ্ধে তোপ দেগে তৃণমূল কংগ্রেস ছাড়বার সিদ্ধান্ত নেন বিধায়ক তাপস রায়। কুণাল ঘোষও সম্প্রতি নিজের এক্স হ্যান্ডেলে সুদীপের বিরুদ্ধে তোপ দাগেন কুণাল। প্রকাশ্যেও সমালোচনা করেন। নিজের এক্স হ্যান্ডেলের বায়ো বদল করেন। তবে দলের কর্মসূচিতেও আছেন তিনি। তাপস রায়ের মতো দীর্ঘদিনের মমতা–অভিষেকের সৈনিক দল ছাড়লে সাধারণ মানুষের কাছে ভুল বার্তা যাবে। লোকসভা নির্বাচনের প্রাক্কালে এমন অঘটন ঠেকাতে তাপস রায়ের মান ভাঙাতে তাঁর বাড়িতে পৌঁছন মন্ত্রী ব্রাত্য বসু এবং কুণাল ঘোষ।প্রসঙ্গত, সংকট কাটাতে সোমবার সাতসকালে তাপস রায়ের বাড়িতে পৌঁছে যান মন্ত্রী ব্রাত্য বসু এবং কুণাল ঘোষ। কুণাল ঘোষ এদিন বলেন, আমি প্রায়ই তাপসদার বাড়িতে আসি। আজও এসেছি। নানা বিষয়ে গল্পগুজব হয়। তৃণমূলের দুই শীর্ষ নেতাই এটাকে নিতান্তই সৌজন্য সাক্ষাৎ বলে বর্ণনা করেছেন। দীর্ঘক্ষণ দুই নেতার সঙ্গে আলোচনা শেষে বেরিয়ে তাপস রায় সাংবাদিকদের সামনে তাঁর অভিমান ও ক্ষোভের কথা প্রকাশ করেন। যার মধ্যে মূলত তাঁর বাড়িতে ইডি অভিযান নিয়ে দলনেত্রীর নীরবতা নিয়ে সরব হন।এদিন তিনি বলেন, সন্দেশখালি ও দলের দুর্নীতির কারণে মুখ দেখাতে পারছেন না। শাহজাহানকে নিয়ে দল এবং শীর্ষ নেতৃত্ব প্রতিবাদ করলেও তাঁর সম্পর্কে একটি কথাও কেউ বলেননি। এই অবস্থায় তাঁর পক্ষে আর মেনে নেওয়া সম্ভব হচ্ছে না বলেও জানান তিনি। তবে বিধায়কের মান ভঞ্জন হবে কি না সেটা বলবে সময়ই। তবে দলের পক্ষ থেকে শেষ চেষ্টা করা হচ্ছে।