বাংলাদেশ-মায়ানমার উপকূলের দিকে এগিয়ে যাচ্ছে ঘূর্ণিঝড় ‘মোকা’ । বাংলাদেশ এবং মায়ানমার সীমান্তে সিতওয়ে বন্দরে রবিবার দুপুরে ল্যান্ডফল হবে ‘মোচা’র। আবহাওয়া দফতরের তরফে এই মর্মে জানানো হয়েছে, উপকূল পার করার সময় এই ঝড় ১৭৫ কিলোমিটার বেগে তাণ্ডব চালাতে পারে। চট্টগ্রাম, কক্সবাজারের মতো জায়গায় বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। মানুষকে সুরক্ষিত জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। সেন্ট মার্টিন দ্বীপে বাড়তি গুরুত্ব দেওয়া হচ্ছে । আজ সকাল সাতটা থেকে রবিবার পর্যন্ত কক্সবাজারে কোনও বিমান ওঠানামা করবে না। জানা গিয়েছে ফেনি, চাঁদপুর, নোয়াখালি, ভোলা, লক্ষ্মীপুরের মতো বেশ কয়েকটি জায়গায় জলোচ্ছ্বাস পাঁচ থেকে সাত ফুট হতে পারে। সবমিলিয়ে প্রস্তুতি তুঙ্গে। শুক্রবার রাত ১০ টা ৩০ মিনিট থেকে অভ্যন্তরীণ নদীপথে লঞ্চ-সহ যাবতীয় নৌযান চলাচল বন্ধ করেছে বিআইডব্লিউটিএ। সতর্কতা জারি করা হয়েছে। কোনওরকম ঝুঁকি না নিতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নৌযান পরিষেবা বন্ধ থাকবে। এই মুহূর্তে পোর্ট ব্লেয়ার বন্দর থেকে ৫৭০ কিলোমিটার উত্তর–পশ্চিমে এবং বাংলাদেশের কক্সবাজার থেকে ৭৬০ কিলোমিটার দক্ষিণ–দক্ষিণ পশ্চিমে রয়েছে এই ঝড়। মায়ানমারের সিতওয়ে থেকে মোকা রয়েছে ৬৯০ কিলোমিটার দক্ষিণ–পশ্চিমে। এর জেরে ভারী বৃষ্টি হতে পারে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে। শনি ও রবিবার ত্রিপুরা এবং মিজোরামে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে । রবিবার নাগাল্যান্ড, মণিপুর, দক্ষিণ অসমে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বঙ্গে এর প্রভাব পড়ছে না। যদিও শনিবার কলকাতা–সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।