দেশ

‘‌‌‌ঘৃণার বাজার বন্ধ, ভালবাসার দোকান খুলল কর্নাটকে’‌, জয়ের পর প্রতিক্রিয়া রাহুল গান্ধির

কর্নাটকে বিপুল জয় কংগ্রেসের। ২২৪ আসনের বিধানসভায় কংগ্রেস এগিয়ে ১৩৯ আসনে। অন্যদিকে বিজেপি এগিয়ে মাত্র ৬২ আসনে। একক সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে কংগ্রেস। দলীয় সাংসদ রাহুল গান্ধী কর্নাটকবাসীকে অভিনন্দন জানিয়েছেন। বলেছেন, ‘‌ঘৃণার বাজার বন্ধ হল। ভালবাসার দোকান খুলল কর্নাটকে।’‌ রাহুলের কথায়, ‘‌গরিব মানুষের শক্তিই জয়ী হল। কর্নাটক মডেল এবার অন্য রাজ্যেও প্রতিফলিত হবে। কংগ্রেসই একমাত্র দল, যারা গরিবদের সমস্যা তুলে ধরেছিল।’‌ নির্বাচনী প্রচারে যে সমস্ত প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, তা পূর্ণ করার আশ্বাস দিয়েছেন রাহুল। ইতিমধ্যেই বিধানসভা ভোটে পরাজয় স্বীকার করে নিয়েছেন কর্নাটকের বিদায়ী মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই। তিনি কিছুক্ষণের মধ্যেই ইস্তফাপত্র জমা দেবেন বলে জানা গেছে। এখন প্রশ্ন কংগ্রেস কাকে মুখ্যমন্ত্রী হিসেবে বাছবে। সবচেয়ে বড় দাবিদার প্রাক্তন মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়া ও কর্নাটক প্রদেশ কংগ্রেস সভাপতি ডিকে শিবকুমার।