আজ পাকিস্তান লাগোয়া সীমান্তবর্তী চার রাজ্যে মকড্রিল
Posted onAuthorবঙ্গনিউজComments Off on আজ পাকিস্তান লাগোয়া সীমান্তবর্তী চার রাজ্যে মকড্রিল
ভারত-পাক সংঘাতের আবহে আজ পাকিস্তান লাগোয়া সীমান্তবর্তী চার রাজ্যে হবে মকড্রিল। কেন্দ্র এই মহড়ার নাম রেখেছে ‘অপারেশন শিল্ড’। শনিবার গুজরাত, রাজস্থান, পাঞ্জাব, এবং জম্মু-কাশ্মীরে সাধারণ মানুষদের জন্য যুদ্ধ মহড়া হবে বলে জানিয়েছে কেন্দ্র।