ভাইরাল

পুতিনের নির্দেশ না মানলে মিলবে তাঁর সঙ্গে সঙ্গমের সুযোগ, রুশ সেনাদের প্রস্তাব মডেলের

রুশ বাহিনীর সামনে রুখে দাঁড়িয়েছে ইউক্রেন। দিন ছ’য়েকের যুদ্ধ শেষেও কিয়েভ দখল করতে পারেনি পুতিন বাহিনী। বাধা পেয়ে আরও যেন ভয়ংকর হয়ে উঠেছে রুশ সেনা। ইউক্রেনের বিরুদ্ধে নাকি এবার অত্যন্ত ভয়ানক ‘ভ্যাকিউম বম্ব’ ব্যবহার করেছে রাশিয়া। এমন পরিস্থিতিতেই রুশ সৈনিকদের বিশেষ প্রস্তাব দিলেন অ্যাডাল্ট মডেল লিলি সামার্স। রাশিয়ার যে সৈনিকরা পুতিনের নির্দেশ না মেনে অস্ত্র ত্যাগ করবেন, তাঁদের শয্যাসঙ্গিনী হতে তৈরি লিলি। একাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবর মানলে, ‘ব্যাড কিটি’ নামের এক সোশ্যাল মিডিয়া প্রোফাইলে এই প্রস্তাব দিয়েছেন লিলি। বরাবর যুদ্ধের বিরোধিতা করে এসেছেন লিলি। রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধ যবে থেকে

শুরু হয়েছে। নিয়মিত সেই খবরাখবর রাখছেন লিলি। কোন দেশের বাসিন্দা লিলি সামার্স। তা জানা যায়নি। তবে ইউক্রেনের অবস্থা দেখে অত্যন্ত ব্যথিত মডেল। এর আগেও একাধিকবার ইউক্রেনবাসীর হয়ে সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছেন। ভ্লাদিমির পুতিনের আগ্রাসন নীতির বিরোধিতা করেছেন। সম্প্রতি রুশ সেনাদের জন্য বার্তা দেন লিলি। সোশ্যাল মিডিয়ায় অ্যাডাল্ট মডেল লেখেন, “রাশিয়ার যে সমস্ত সৈনিকরা পুতিনের অমান্য করে ইউক্রেনের সঙ্গে যুদ্ধ করবেন না এবং অস্ত্র ত্যাগ করবেন আমি তাঁদের প্রত্যেকের শয্যাসঙ্গিনী হতে রাজি।” তাঁর বক্তব্য, রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের নির্দেশ অমান্য করে যাঁরা যুদ্ধ করবেন না এবং হাতে অস্ত্র তুলবেন না, তাঁদের সঙ্গে

সঙ্গমে লিপ্ত হতে তিনি রাজি।  ‘ব্যাড কিটি’ নামের এক টুইটার প্রোফাইলে এই প্রস্তাব লিলি দিয়েছেন। যুদ্ধ শুরুর পর থেকেই ইউক্রেনের সাধারণ মানুষের জন্য দুশ্চিন্তাও প্রকাশ করেছেন তিনি। ২৭ ফেব্রুয়ারি ইউক্রেনের সেনাদের উদ্দেশেও একটি বিশেষ বার্তা দিয়েছেন। লিলি লিখেছিলেন, প্রতি রুশ সেনার মৃত্যুর বিনিময়ে একটি করে নগ্ন ছবি দেবেন তিনি। রাশিয়ার প্রতিটি ট্যাঙ্ক ধ্বংস হলে একটি করে নগ্ন ভিডিও, রাশিয়ার যুদ্ধবিমান ধ্বংস করলে তিনি সেই সেনার সঙ্গে যৌনতায় লিপ্তও হবেন।