ভারত ও বাংলাদেশের মধ্যে চিলাহাটি-হলদিবাড়ি রেল পরিষেবার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারত-বাংলাদেশ ভার্চুয়াল শীর্ষ সম্মেলনে যোগ দিয়েছেন দুই দেশের প্রধানমন্ত্রী। জানা যাচ্ছে, প্রথমে পণ্যবাহী ট্রেন চললেও আগামী বছরের মার্চ থেকে এই রুটে ঢাকা থেকে শিলিগুড়ি পর্যন্ত যাত্রীবাহী ট্রেন চালানোর পরিকল্পনা রয়েছে। ১৯৬৫ সালে ভারত ও পাকিস্তান যুদ্ধের সময় এই রুটটি বন্ধ করে দেওয়া হয়েছিল। কিন্তু ভারত এবং বাংলাদেশের মধ্যে যোগাযোগ ও পরিবহন পরিষেবার উন্নতির জন্য এটি আবারও চালু করা হল। পশ্চিমবঙ্গের হলদিবাড়ি স্টেশন থেকে আন্তর্জাতিক সীমানার দূরত্ব সাড়ে ৪ কিমি। অন্যদিকে বাংলাদেশের চিলাহাটি থেকে জিরো পয়েন্টের দূরত্ব সাড়ে ৭ কিমি।