দেশ

হামাস-ইজরায়েল যুদ্ধে প্রাণ হারাচ্ছে সাধারণ মানুষ, ধিক্কার জানিয়ে আলোচনার ডাক প্রধানমন্ত্রী মোদির

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শুক্রবার চলমান ইজরায়েল-হামাস যুদ্ধে সাধারণ মানুষের মৃত্যুর নিন্দা করেছেন এবং সংঘর্ষের কারণে পশ্চিম এশিয়ায় ক্রমবর্ধমান চ্যালেঞ্জের মুখে গ্লোবাল সাউথের মধ্যে ঐক্য ও সহযোগিতার জরুরি প্রয়োজন তুলে ধরেছেন। ২য় ভয়েস অফ গ্লোবাল সাউথ সামিটের ই-উদ্বোধনী অধিবেশনে বক্তৃতা দেওয়ার সময়ে, প্রধানমন্ত্রী মোদী ইজরায়েলে ৭ অক্টোবর হামাসের হামলা সহ হিংসা ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের অটল অবস্থানের উপর জোর দিয়েছিলেন। প্রধানমন্ত্রী সংঘাত নিরসনের ভিত্তিপ্রস্তর হিসেবে আলোচনাকে প্রাধান্য দেওয়া এবং সংযম প্রদর্শনের গুরুত্বের উপর জোর দেন। তিনি বলেন, ‘আমরা সবাই দেখছি যে পশ্চিম এশিয়া অঞ্চলের ঘটনা থেকে নতুন চ্যালেঞ্জের উদ্ভব হচ্ছে। ভারত ৭ অক্টোবর ইজরায়েলে সন্ত্রাসবাদী হামলার নিন্দা করেছে’। তিনি আরও বলেন, ‘আমরাও সংযম ব্যবহার করেছি। আমরা আলোচনা ও কূটনীতির উপর জোর দিয়েছি। আমরা ইজরায়েল ও হামাসের মধ্যে সংঘর্ষে সাধারণ মানুষের মৃত্যুর তীব্র নিন্দাও করেছি’। তিনি আরও বলেন, ‘প্যালেস্টাইনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে কথা বলার পর, আমরা প্যালেস্টাইনের জনগণের জন্য মানবিক সাহায্যও পাঠিয়েছি। এই সময় গ্লোবাল সাউথের দেশগুলোর বৃহত্তর বৈশ্বিক ভালোর জন্য ঐক্যবদ্ধ হওয়া উচিত’।