খেলা

সংসদ ভবনের উদ্বোধনের দিনই আন্দোলনরত কুস্তিগিরদের নিয়ে অস্বস্তিতে মোদি সরকার, টেনে হিঁচড়ে আন্দোলনকারীদের সরাল পুলিশ, আটক বহু

সংসদের নতুন ভবনের আনুষ্ঠানিক উদ্বোধনের দ্বিতীয় পর্ব শুরু হল। লোকসভা কক্ষে পৌঁছে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্পিকার ওম বিড়লা। বিরোধীদের অনুপস্থিতি ও সমালোচনার ঝড়ের মধ্যেই সংসদের নতুন ভবন জাতির উদ্দেশে সমর্পণ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। যদিও এদিনের অনুষ্ঠানকে ঘিরে প্রতিবাদী কুস্তিগিরদের বিক্ষোভ চরম আকার নেয়। এদিকে, নতুন সংসদ ভবনের উদ্বোধনের দিনই আন্দোলনরত কুস্তিগিরদের নিয়ে অস্বস্তিতে পড়েছে কেন্দ্রীয় সরকার। খাপ পঞ্চায়েতের মহিলা সদস্যরা এই দিনটাকেই নতুন সংসদ ভবনের সামনে বিক্ষোভ দেখাবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন। তাই পুলিশ বিশেষভাবে সতর্ক রয়েছে। কুস্তিগিরদের সমর্থনে মহিলা পঞ্চায়েত আজ বিক্ষোভ দেখাবে বলে ঠিক করেছে। হরিয়ানা থেকে পাওয়া খবরে জানা গিয়েছে, আম্বালার একটি গুরুদ্বারে রাতের জন্য বিশ্রাম নেওয়া পঞ্জাব থেকে আসা মহিলাদের ঘিরে রাখা হয়েছে। তাঁদের দিল্লিতে মহিলা পঞ্চায়েতে যেতে না দেওয়াই পুলিশের উদ্দেশ্য। ভোরে সংযুক্ত কিষাণ মোর্চার নেতা আইনজীবী রাজিন্দর সিংকে হরিয়ানা পুলিশ গ্রেফতার করে। তাঁকে রামপুরা থানায় রেখে দেওয়া হয়েছে।পূর্ব ঘোষণামতো যন্তরমন্তর থেকে নতুন ভবনের দিকে তাঁরা আসার চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। তা নিয়ে দুপক্ষের মধ্যে ধস্তাধস্তি বাধে। এদিকে, উদ্বোধনের অনুষ্ঠানকে কটাক্ষ করে কংগ্রেস নেতা রাহুল গান্ধী টুইটে লিখেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নতুন সংসদের উদ্বোধনকে যেন রাজ্যাভিষেক বলে মনে করছেন। রাহুল লিখেছেন, সংসদ হল দেশের মানুষের মুখের ভাষা। আর প্রধানমন্ত্রী সেই সংসদকে যেন রাজ্যাভিষেকের পর্যায়ের নিয়ে গিয়েছেন।