কেন্দ্রের বঞ্চনার প্রতিবাদে প্রায় ৩০ ঘন্টা ধরে ধরনায় বসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরেই শিক্ষা খাতে রাজ্যের ঝুলিতে এল ৫৭৬ কোটি টাকা। ধরনার পরে ২ দিন কাটতে না কাটতেই কেন্দ্র সরকার সমগ্র শিক্ষা মিশন খাতে রাজ্যকে ৫৭৬ কোটি পাঠিয়েছে। আগেই খবর এসেছিল, ধরনার পরেই কেন্দ্র মিটিয়েছে মিড ডে মিল প্রকল্পে রাজ্যের বকেয়া ৬৩৮ কোটি টাকা। তারপর জানা গেল, কেন্দ্র থেকে এসেছে সমগ্র শিক্ষা মিশন প্রকল্পে রাজ্যের বকেয়া ৫৭৬ কোটি টাকা। মানে, রাজ্য পেল বকেয়া প্রায় ১ হাজার ২১৪ কোটি টাকা। মানে, মুখ্যমন্ত্রীর অভিনব প্রতিবাদের পরে কেন্দ্র এতদিন পরে মেটাল এই দুই প্রকল্পে রাজ্যের বকেয়া টাকা। এই দুই ক্ষেত্রে কেন্দ্র থেকে রাজ্য বকেয়া টাকা পেলেও পায়নি আবাস যোজনার টাকা। উল্লেখ্য, সারা দেশে একমাত্র পশ্চিমবঙ্গই কেন্দ্র সরকারের কাছ থেকে এই টাকা পায়নি।