দেশ

মন্ত্রিসভার পর এবার ক্যাবিনেট কমিটিগুলিতেও বড়সড় রদবদল মোদি সরকারের

মন্ত্রিসভার পর এবার একাধিক গুরুত্বপূর্ণ ক্যাবিনেট কমিটিতে রদবদল করল মোদি সরকার ৷ রাজনীতি সম্পর্কিত ক্যাবিনেট কমিটিতে মোদির নেতৃত্বে এবার কাজ করার সুযোগ পেতে চলেছেন স্মৃতি ইরানি, ভূপিন্দর যাদব এবং সর্বানন্দ সোনেওয়াল৷ অন্যদিকে সংসদ বিষয়ক ক্যাবিনেট কমিটিতেও রদবদল করা হয়েছে ৷ ওই কমিটির মাথায় রয়েছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং৷ সেই কমিটিতে এবার জায়গা পেলেন আইনমন্ত্রী কিরেন রিজিজু সহ বীরেন্দ্র কুমার ও অনুরাগ সিং ঠাকুর ৷ গত বুধবার মন্ত্রিসভার রদবদলে বড় চমক দিয়েছিলেন প্রধানমন্ত্রী ৷ তাঁর মন্ত্রিসভা থেকে সিনিয়র-জুনিয়র মিলিয়ে ১২ জনকে সরিয়ে দেন তিনি ৷ সেই জায়গায় একাধিক নতুন মুখকে যুক্ত করা হয় ৷ তাঁরা রাষ্ট্রমন্ত্রী থেকে ক্যাবিনেট পর্যায়ে উন্নীত হন ৷ একাধিক ক্যাবিনেট কমিটিতেও রদবদল করা হল ৷ গতকাল রাতেই একটি বিজ্ঞপ্তি দিয়ে এই নিয়ে ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার ৷ সেখানেও যথেষ্ট চমক রয়েছে৷ বিনিয়োগ ও উন্নয়ন সংক্রান্ত ক্যাবিনেট কমিটিতে মোদির নেতৃত্বে কাজ করার জন্য যুক্ত করা হল নারায়ণ রানে, জ্যোতিরাদিত্য সিন্ধিয়া এবং অশ্বিনী বৈষ্ণবকে ৷ রেলমন্ত্রী অশ্বিনীকে কর্মসংস্থান ও কর্মদক্ষতার মানোন্নয়ন সংক্রান্ত কমিটিতে যুক্ত করা হয়েছে ৷ ওই কমিটির মাথাতেও রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ সেই কমিটিতে অশ্বিনী ছাড়াও নতুন করে যুক্ত করা হয়েছে ভূপিন্দর যাদব, আরসিপি সিং, জি কিষাণ রেড্ডি ৷ তবে নিরাপত্তা ও নিয়োগ সংক্রান্ত ক্যাবিনেট কমিটিতে কোনও বদল করা হয়নি ৷ ওই কমিটিই যুগ্ম সচিব ও তাঁর উপরের স্তরের আমলাদের নিয়োগ করে ৷ নিরাপত্তা সংক্রান্ত কমিটিতে চারজন সদস্য রয়েছে ৷ তাঁরা হলেন – প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এবং অর্থমন্ত্রী নির্মলা সীতারমন৷ নিয়োগ সংক্রান্ত কমিটিতে রয়েছেন প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী ৷