দেশ

সিবিআই ও ইডি প্রধানদের মেয়াদ বাড়াতে রাজ্যসভায় ২টি বিল আনছে মোদি সরকার

সিবিআই ও এনফোর্সমেন্ট ডিরেক্টোরেটের ডিরেক্টরদের কার্যকালের মেয়াদ বৃদ্ধি করতে রাজ্যসভায় দুটি বিল আনছে কেন্দ্রীয় সরকার ৷ মঙ্গলবার এই বিল পেশ করার কথা কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং-এর ৷ বর্তমানে দুই কেন্দ্রীয় সংস্থার প্রধানের মেয়াদ দু‘বছরের ৷ সেটাকেই বাড়িয়ে পাঁচ বছর করতে চায় কেন্দ্র। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ও এনফোর্সমেন্ট ডিরেক্টোরেটের ডিরেক্টরদের মেয়াদ বৃদ্ধির জন্য রাজ্যসভায় সেন্ট্রাল ভিজিল্যান্স কমিশন (সংশোধনী) বিল, ২০২১ ও দিল্লি স্পেশাল পুলিশ এসট্যাব্লিশমেন্ট (সংশোধনী) বিল, ২০২১ পেশ করবে কেন্দ্রীয় সরকার ৷ লোকসভায় এই দু‘টি বিল নিয়ে বেশ কয়েকটি সংশোধনীর দাবি জানালেও বিরোধীদের সেই দাবি খারিজ করে দেওয়া হয় ৷ গত ৯ ডিসেম্বরে নিম্নকক্ষে ধ্বনিভোটে বিল দু‘টি পাশ করিয়ে নেয় মোদির সরকার ৷ যদিও কেন্দ্রের এই পদক্ষেপের তীব্র বিরোধিতা করে বিভিন্ন রাজনৈতিক দল ও সমাজকর্মীরা ৷ দিল্লি স্পেশাল পুলিশ এসট্যাব্লিশমেন্ট (সংশোধনী) বিল, ২০২১-এর মাধ্যমে দিল্লি স্পেশাল পুলিশ এসট্যাব্লিশমেন্ট আইন, ১৯৪৬-এর সংশোধন করা হচ্ছে ৷ গত ১৪ নভেম্বর গৃহীত দিল্লি স্পেশাল পুলিশ এসট্যাব্লিশমেন্ট (সংশোধনী) অর্ডিন্যান্স, ২০২১-এর জায়গায় আসবে এই বিল ৷ এই অর্ডিন্যান্সে সিবিআই প্রধানের কার্যকালের মেয়াদ বছর থেকে বাড়িয়ে সর্বাধিক ৫ বছর করার কথা বলা আছে ৷ অপরদিকে, সেন্ট্রাল ভিজিল্যান্স কমিশন (সংশোধনী) বিল, ২০২১-এর মাধ্যমে সেন্ট্রাল ভিজিল্যান্স কমিশন (সংশোধনী) আইন, ২০০৩-এর সংশোধন করা হচ্ছে ৷ গত ১৪ নভেম্বর এই নিয়েও অর্ডিন্যান্স জারি করেছিল কেন্দ্রীয় সরকার ৷ এই সংশোধনীর দ্বারা ইডি-র প্রধানের কার্যকালের মেয়াদও 2 বছর থেকে বাড়িয়ে সর্বাধিক ৫ বছর করার কথা বলা হয়েছে ৷