দেশ

প্রধানমন্ত্রীর নিজের গ্রামের সরকারি হাসপাতালের স্বাস্থ্যকর্মীদের চরম দুর্ভোগ, নেই খাবার, গ্লাভস, স্যানিটাইজার ও পিপিই

গুজরাতঃ এনআরআইদের দেশে ফেরাতে ব্যস্ত প্রধানমন্ত্রী অথচ ‌তাঁর গ্রামেই ধর্মঘটে সরকারি হাসপাতালের স্বাস্থ্যকর্মীরা। চরম দুর্ভোগের স্বীকার তারা। গ্লাভস, স্যানিটাইজার, পিপিই কিট, খাবার কিছুই পাচ্ছেন না তাঁরা। করোনা–যুদ্ধে সামনের সারিতে দাঁড়িয়ে যাঁরা লড়াই করছেন, তাঁদের সুরক্ষার ক্ষেত্রেই চরম অবহেলা খোদ মোদিজির গ্রাম ভাদনগরে। এই গ্রামেই জন্মেছেন দেশের প্রধানমন্ত্রী। গত সপ্তাহেই স্বাস্থ্যকর্মীদের সম্মান জানাতে আকাশ থেকে ফুল ছোঁড়া হয়েছিল। এই সঙ্কটের সময়ে সম্মানের পাশাপাশি সুরক্ষাও চাইছেন চিকিৎসক থেকে শুরু করে নার্স সহ অন্যান্য স্বাস্থকর্মীরা। গুজরাটের ভাদনগর গ্রামের একটি সরকারি হাসপাতালের কর্মীদের অভিযোগ, তাঁরা কেউই গ্লাভস, স্যানিটাইজার, পিপিই কোনটিই পাননি। তাদের খাবার ও থাকার ও জায়গা নেই। এরপরই সামাজিক দূরত্ব মেনেই ধর্মঘটে বসতে বাধ্য হন তাঁরা। শুক্রবার সোশ্যাল মিডিয়ায় স্বাস্থ্যকর্মীদের ধর্মঘটে বসার ছবি ভাইরাল হয়। টুইটারে বিষয়টি সবার নজরে এনেছেন জিগনেশ মেভানি। সেই টুইটের পরিপ্রেক্ষিতেই তৃণমূল সাংসদ অর্পিতা ঘোষ টুইটারে লেখেন, ‘‌এনআরআই–দের দেশে ফেরাতে এখন ব্যস্ত প্রধানমন্ত্রী। এদিকে তাঁর নিজের গ্রামে ভয়াবহ অবস্থা স্বাস্থ্য-আশাকর্মীদের। নরেন্দ্র মোদি, অমিত শাহ, আপনারা শুনতে পাচ্ছেন?’‌