এবার সিপিএমের মুখেও বহিরাগত তত্ত্ব ৷ তাদের অভিযোগ, রাজ্যের সর্বত্র হোটেল, রিসর্ট, গেস্টহাউসে ঘাঁটি গেড়েছে বহিরাগতরা ৷ নির্দিষ্ট রাজনৈতিক দলের প্রচারক, মুখপাত্র, নেতার পরিচয় ভাঁড়িয়ে পশ্চিমবঙ্গে ঢুকেছে তারা ৷ এই গুন্ডারাই বিধানসভার নির্বাচন পরিচালনা করছে ৷ শুক্রবার এই অভিযোগ করেন সিপিএম নেতা মহম্মদ সেলিম ৷ দীর্ঘদিন ধরেই তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায় অভিযোগ করে চলেছেন, বাইরে থেকে লোক এনে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে ভোট লুঠের ছক কষেছে গেরুয়া শিবির ৷ এবার সেই একই অভিযোগ শোনা গেল সেলিমের গলাতেও ৷ যদিও এই পরিস্থিতির জন্য মমতাকেই কাঠগড়ায় তুলেছেন তিনি ৷ সেলিমের অভিযোগ, গত ১০ বছর ধরে গুন্ডাদের নিয়ন্ত্রণ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায় ৷ আর এখন সেই গুন্ডাদেরই কেউ কেউ মমতার বিরুদ্ধে মাঠে নেমেছেন ৷ এক্ষেত্রে নাম না করে সরাসরি নন্দীগ্রামের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীকেই কাঠগড়ায় তুলেছেন সেলিম ৷