বিনোদন

প্রয়াত কিংবদন্তি বাংলা ব্যান্ড মহীনের ঘোড়াগুলি-র বাপি’দা, শোকবার্তা মুখ্যমন্ত্রীর

প্রয়াত কিংবদন্তি বাংলা ব্যান্ড ‘মহীনের ঘোড়াগুলি’-র ‘বাপিদা’ ওরফে তাপস দাস। । দীর্ঘ দিন ধরেই ফুসফুসের ক্যান্সারে ভুগছিলেন তিনি। সেই লড়াইয়ের অবসান হল আজ। বাংলার সঙ্গীত প্রেমিদের শোকস্তব্ধ করে ইহলোক ত্যাগ করলেন সবার প্রিয় বাপি দা। উল্লেখ্য, তাঁর চিকিৎসার সম্পূর্ণ দায়িত্ব নিয়েছিল পশ্চিমবঙ্গ সরকার। আজ তাঁর প্রয়াণে শোকজ্ঞাপন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। তিনি লেখেন, ‘ভারতে প্রথম বাংলা রক ব্যান্ড মহীনের ঘোড়াগুলির সদস্য বাপি দার প্রয়াণে আমি শোকাহত।… তাঁর স্ত্রী সুতপা, তাঁর পরিবার ও অনুরাগীদের প্রতি গভীর সমবেদনা ব্যক্ত করছি’।  জানা গেছে, চিকিৎসক কৌশিক চট্টোপাধ্যায়ের তত্ত্বাবধানে ছিলেন তিনি। তাঁকে দেওয়া হচ্ছিল কেমো থেরাপিও। এদিকে প্রিয় তারকার চিকিৎসার জন্য টাকা জোগাতে এগিয়ে এসেছিল ভক্তরাও। তাঁরা অর্থ জোগাড় করতে শুরু করেছিল। কিন্তু, এতে সায় ছিল না বাপির। রাজ্য সরকার সাহায্য করলে তিনি মানা করবেন না বলে জানিয়েছিলেন।গত ১ জানুয়ারি তাঁর শারীরিক অবস্থার কথা জানিয়ে একটি সোশ্যাল মিডিয়া পোস্ট করেছিলেন রূপম ইসলাম। এরপরেই তৎপর হয় নবান্ন। চিকিৎসার ক্ষেত্রেও দীর্ঘ লড়াই করেছেন বাপিদা। ক্যানসার শরীরে থাবা বসিয়েছিল। নাকে লাগানো রাইলস টিউব। সেই অবস্থাতেই হুইলচেয়ারে বসে ‘ভালোবাসি জোৎস্নায়…’ গেয়ে উঠেছিলেন বাপিদা। চোখে জল ভক্তদের। কিন্তু, গত কয়েকদিন ধরেই শিল্পীর শারীরিক পরিস্থিতির অবনতি হচ্ছিল। রবিবার সকালে সকলকে কাঁদিয়ে চলে যান তিনি। সেই দুঃসংবাদ সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন রূপম। ভারাক্রান্ত হৃদয়ে তাঁর পোস্ট, “সচল হয়েই থেকে গেল গানজীবনের অনন্ত পথ চলা… থেমে গেল বললে ভুল হবে, মারাত্মক ভুল…বাপিদা সশরীরে তুমি আর নেই। কিন্তু সর্বত্র এভাবেই তুমি থাকবে। লাল সেলাম। বিপ্লব দীর্ঘজীবী হোক।”  টুইটারের শোকবার্তা লেখেন মুখ্যমন্ত্রী। তিনি লেখেন, ‘‘দেশের প্রথম রক ব্যান্ড ‘মহীনের ঘোড়াগুলি’র তাপস দাস ওরফে বাপিদার প্রয়াণে আমি শোকাহত। গত কয়েক মাস ধরে মারণরোগে ভুগছিলেন বাপিদা। রাজ্য সরকার তাঁর চিকিৎসার দায়িত্ব নিয়েছিল। এসএসকএম হাসপাতালে তাঁর চিকিৎসা চলছিল। বাপিদার পরিবারের সদস্য ও তাঁর অনুরাগীদের প্রতি আমার সমবেদনা।’’