কলকাতা

অনলাইন গেমিংয়ে প্রতারণা কান্ড, গার্ডেনরিচে ব্যবসায়ীর বাড়িতে ইডি হানায় মিলল ৭ কোটি

কলকাতার ৩ জায়গায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তল্লাশি অভিযান ৷ পার্ক স্ট্রিট, মোমিনপুর ও গার্ডেনরিচে এই তল্লাশি অভিযান চালিয়েছে ইডি’র আধিকারিকরা ৷ জানা গিয়েছে, এই তল্লাশি অভিযানে বিপুল পরিমাণ টাকার হদিশ পেয়েছে ইডি ৷ গার্ডেনরিচে হওয়া তল্লাশি অভিযানে নিসার খানের বেডরুমে খাটের তলা থেকে বান্ডিল বান্ডিল নোট উদ্ধার হয়েছে ৷ আপাতত উদ্ধার হওয়া টাকার পরিমাণ ৭কোটি বলে জানা গিয়েছে ৷ টাকা গোনার কাজ এখনও চলছে ৷ সেই টাকা গোনার জন্য মেশিন আনা হয়েছে ৷ অনলাইন গেমিংয়ে প্রতারণার অভিযোগে ইডি এই তল্লাশি অভিযান চালিয়েছে বলে খবর ৷ এ দিন সিজিও কমপ্লক্সে থেকে ইডি’র তিনটি দল আলাদাভাবে রওনা দেয় ৷ কলকাতার পার্ক স্ট্রিট, মোমিনপুর ও গার্ডেনরিচে হানা দেয় ইডি’র তিনটি দল ৷ বিশাল কেন্দ্রীয় বাহিনী ছিল ইডি’র সঙ্গে ৷ পার্ক স্ট্রিট থানার ৩৪ নম্বর ম্যাকলয়েড স্ট্রিটের একটি বহুতল আবাসনে এ গিন সকালে হানা দিয়েছে ইডি ৷ সেখানে এক আইনজীবীর ফ্ল্যাটে ইডি’র গোয়েন্দারা গিয়েছেন বলে সূত্রের খবর ৷ তবে, ঠিক কার খোঁজ করছেন ইডি’র গোয়েন্দারা তা এখনও জানা যায়নি ৷ এমনকি তাঁকে পাওয়া গিয়েছে কিনা, তাও নিশ্চিত করেনি কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ৷ ইডি দ্বিতীয় দলটি গার্ডেনরিচের শাহি আস্তাবল গলিতে অভিযান চালিয়েছে ৷ সেখানে পরিবহণ ব্যবসায়ী নিসার খানের বাড়িতে হানা দিয়েছেন গোয়েন্দারা ৷ জানা গিয়েছে, প্রথমে ওই ব্যবসায়ী বাড়ির বাইরে ইডি আধিকারিকরা দাঁড়িয়ে ছিলেন ৷ একাধিকবার ডাকাডাকি করা হলেও, কেউ দরজা খোলেননি ৷ তখন গোয়েন্দারা ব্যবসায়ীকে ফোনও করেন ৷ কিন্তু, বেশ কয়েকবার ফোন করা হলেও তিনি উত্তর দেননি ৷ এর কিছুক্ষণবাদে বাড়ির ভিতর থেকে এক বৃদ্ধ এসে দরজা খুলে দেন কেন্দ্রীয় সংস্থার আধিকারিকদের ৷ আর সেই তল্লাশিতেই বেরিয়ে আসে থরে থরে টাকার বান্ডিল ৷ জানা গিয়েছে, টাকাগুলি নিসার খানের বাড়ির খাটের তলায় একটি ট্রাঙ্কে রাখা ছিল ৷ এ নিয়ে একটি রাষ্ট্রায়ত্ব ব্যাংকে রিকুইজিশন দেওয়া হয়েছে ৷ ব্যাংক থেকে কর্মীরা এসে মেশিনের সাহায্যে সেই টাকা গোনা শুরু করে ৷ ইডি সূত্রে খবর, এখনও পর্যন্ত ৭ কোটি টাকা উদ্ধার হয়েছে ৷ জানা গিয়েছে, অনলাইন গেমিংয়ে প্রতারণার অভিযোগে ইডি এই তল্লাশি অভিযান চালিয়েছে বলে জানা গিয়েছে ৷ উদ্ধার হওয়া টাকা সেই প্রতারণার বলেই অনুমান গোয়েন্দাদের ৷