বেলদা: শুক্রবার দুপুরে এক প্রাথমিক শিক্ষকের বাড়ির ভেতর থেকে উদ্ধার হল এক বিশাল আকৃতির গোসাপ। যা দেখে রীতিমত চাঞ্চল্য দেখা দিয়েছে গোটা এলাকায়।জানা গিয়েছে বেলদা থানার অধীন বিনোদপুর গ্রামের প্রাথমিক শিক্ষক দেবব্রত দাস এর বাড়িতে শুক্রবার দুপুরে সাপ জাতীয় একটি প্রাণীকে প্রত্যক্ষ করেন বাড়ির মহিলারা।প্রতিবেশীদের খবর দেয়া হলে সকলে গোসাপ বলে চিহ্নিত করে ওই বিশাল আকৃতির প্রাণীটিকে।যা দেখতে রীতিমতো সকলেই ভিড় জমিয়েছে দেবব্রত দাস এর বাড়িতে।তবে প্রাথমিক শিক্ষকের চিন্তাভাবনায় প্রশংসায় সকলে।বর্তমানে এই প্রজাতির সাপ গুলো বিলুপ্তির পথে।তাই এই বিলুপ্তপ্রায় প্রজাতির প্রাণীটিকে যাতে সঠিকভাবে সংরক্ষণ করা হয় তাই খাঁচা বন্দি করে বনদপ্তরে দেওয়ার পরিকল্পনা শিক্ষকের।তবে এই প্রজাতির প্রাণীটিকে দেখতে শিক্ষকের বাড়িতে ভিড় জমিয়েছেন এলাকার মানুষজন।