বিভিন্ন রাজ্যে বর্ষার শুরু থেকেই ভারী বৃষ্টি অব্যাহত। যা স্বস্তির বদলে বিষাদ ছড়িয়েছে একাধিক রাজ্যে। ভারী বৃষ্টির কারণে বন্যা পরিস্থিতি অসমে। রবিবার বৃষ্টির পরিমাণ খানিকটা কমলে, জলের স্তর নামতে শুরু করেছে। তবুও এখনও জলের তলায় বহু গ্রাম। বন্যা পরিস্থিতিতে অসমে প্রাণ হারিয়েছেন ৩ জন। ক্ষতিগ্রস্ত ৫ লক্ষ মানুষ। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বক্সা, বারপেটা, ডারাং, ধুবড়ি, গোয়ালপাড়া, কামরূপ, লখিমপুর, নলবাড়ি এবং উড়ালগুড়ি জেলা। এখনও পর্যন্ত ৮১ হাজার ৩৫২ জনকে উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়েছে। এই ভয়াবহ অবস্থায় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মাকে ফোন করে সাহায্যের আশ্বাস দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বর্ষার শুরুতেই দুর্বিষহ পরিস্থিতি উত্তরাখণ্ডেও। রবিবার থেকে ভারী বৃষ্টির জেরে জারি রয়েছে কমলা সতর্কতা। দুর্যোগপূর্ণ আবহাওয়ায় ২ জনের মৃত্যু হয়েছে এই জেলায়। প্রবল বর্ষণে গঙ্গা-সহ একাধিক নদীতে জলস্তর বেড়েছে। কয়েকটি এলাকায় ভূমিধসের মতো ঘটনাও ঘটেছে। এই আবহাওয়ায় চারধাম যাত্রার পুণ্যার্থীদের সতর্কবার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। স্থগিত রাখা হয়েছে কেদারনাথ যাত্রা।