দেশ

বর্ষা ঢুকতেই বিপর্যস্ত মুম্বই

মুম্বই সহ মহারাষ্ট্রের একাধিক জায়গায় শুরু হয়েছে প্রবল বৃষ্টি। জারি করা হয়েছে সতর্কতা। হাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ুর ফলেই  বর্ষা নেমেছে বাণিজ্য নগরীকে। আজ ভোররাত থেকে অঝোরে বৃষ্টির ফলে মুম্বইয়ের বহু এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। সম্পূর্ণ ভাবে বিপর্যস্ত হয়েছে জনজীবন। প্রভাব পড়েছে রেল ও সড়ক পরিবহণের উপরেও। মুম্বই, গান্ধী মার্কেট এলাকা, ভিলে পার্লে সহ একাধিক এলাকায় হাঁটু ও কোমর জল জমে গিয়েছে। বৃষ্টির তোড়ে মুম্বই শহরের বিভিন্ন জায়গাতেও হাঁটু জল। যানবাহন চলাচলে সমস্যা হওয়ায় জায়গায় জায়গায় জ্যাম। গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি রাস্তা চলে গিয়েছে জলের তলায়। সাধারণত মুম্বইতে বর্ষা ঢোকে ১০ জুন। এবার অবশ্য আগেভাগেই প্রবেশ করেছে বর্ষার। মঙ্গলবার রাত থেকেই ভারী বৃষ্টি বাণিজ্যনগরীতে। IMD জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় সান্তাক্রুজে ৫০.৪ মিমি এবং কোলাবায় ৬৫.৪ মিমি বৃষ্টিপাত হয়েছে। মুম্বইয়ের অনেক জায়গায় ১০০ মিলিমিটারেরও বেশি বৃষ্টি হয়েছে। হাওয়া অফিসের প্রধান জানিয়েছেন, অন্যবারের তুলনায় এই বছর কয়েকদিন আগেই মুম্বইতে বৃষ্টি শুরু হয়েছে। বাণিজ্য নগরী ও শহরতলিতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আজকের বৃষ্টির ফলে চুনাবাট্টি ও সিওন-কুরলা সেকশনের মাঝে রেললাইন জলের তলায় চলে গিয়েছে। ফলে সিএসএমটি-থানে ও সিএসএমটি-হার্বার লাইন পরিষেবা সকাল সাড়ে ১০টা থেকে বন্ধ রাখা হয়েছে। আগামী ৪৮ ঘণ্টায় মহারাষ্ট্রের পাশাপাশি তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ, ওড়িশা এবং পশ্চিমবঙ্গে বৃষ্টি শুরু হবে বলে মনে করছে আবহাওয়া দপ্তর।