বিদেশ

ফিলিপাইনে টাইফুন রাইয়ের হানা, মৃত্যুর সংখ্যা বেড়ে ৮০

ফিলিপাইনে সুপার টাইফুন ‘রাইয়ের’ ধ্বংসলীলায় রবিবার সকাল পর্যন্ত ৮০ জন প্রাণ হারিয়েছেন। আহত কয়েকশো। তাছাড়া নিখোঁজ রয়েছেন অসংখ্য মানুষ। যদিও এখনও ক্ষয়ক্ষতি ও প্রাণহানির সম্পূর্ণ হিসেবে করে উঠতে পারেনি স্থানীয় প্রশাসন। প্রতিকুল আবহাওয়ার জন্য বহু দ্বীপে পৌঁছতে পারছেন না উদ্ধারকারীরা। ফলে মৃত ও আহতের সংখ্যা বাড়বে বলে আশঙ্কা প্রশাসনিক আধিকারিকদের। সুপার টাইফুনের তাণ্ডবে অন্তত ১ কোটি ৩০ লক্ষের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। দেশের অন্যতম পর্যটন কেন্দ্র সিয়ারগাওয়ের স্থলভাগে আছড়ে পড়ার সময়ে বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ১৭৫ কিলোমিটার।শক্তিশালী ঘূর্ণিঝড়ের আঘাতে প্লাবিত হয়েছে বহু গ্রাম। বিদ্যুতের খুঁটি ও গাছ উপড়ে গিয়েছে। সবথেকে বেশি ক্ষতি হয়েছে দেশটির অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র বোহলের। স্থানীয় গভর্নর আর্থার ইয়োপ সংবাদমাধ্যমকে জানিয়েছেন, এখনও পর্যন্ত দ্বীপটিতে রাইয়ের তাণ্ডবে ৪৯ জন প্রাণ হারিয়েছেন। ১৩ জন আহত হয়েছেন এবং ১০ জন এখনও পর্যন্ত নিখোঁজ রয়েছেন। যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ায় বহু জায়গা থেকে এখনও ক্ষয়ক্ষতির খবর এসে পৌঁছয়নি। ঘূর্ণিঝড় আছড়ে পড়ার পরেই দুর্গত এলাকায় যুদ্ধকালীন ত‍ৎপরতায় উদ্ধারকার্যে ঝাঁপিয়ে পড়েছে সেনাবাহিনী, উকূলরক্ষী বাহিনী, পুলিশ ও দমকল কর্মীরা।