দেশ

একটানা ভারী বৃষ্টির জেরে অসমে বন্যায় প্রায় ৯ লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত

অসমে ভারী বৃষ্টির জেরে বিভিন্ন জেলা বন্যার কবলে পড়েছে । বিপর্যয় মোকাবিলা দপ্তরের তরফে আজ বলা হয়েছে, রাজ্যের চার জেলায় একটানা ভারী বৃষ্টি হয়েছে । ফলে, বৃষ্টির জেরে ৯৯টি গ্রাম বন্যাকবলিত ।  অসমে বন্যায় প্রায় ৯ লাখ ২৬ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত। অসমের বিপর্যয় মোকাবিলা দপ্তরের তরফে জানানো হয়েছে, রাজ্যের 23টি জেলায় বন্যার প্রভাব পড়েছে । এরমধ্যে ধেমাজি, লখিমপুর, বিশ্বনাথ, উদলগিরি, দারাং, নলবাড়ি, বরপেতা, বঙ্গাইগাঁঁও, কোকরাঝাড়, ধুবরি, দক্ষিণ শালমারা, গোয়ালপাড়া এবং কামরূপ রয়েছে ।ডিব্রুগড়ের মুখ্য কমিশনার পল্লব গোপাল আগে জানিয়েছিলেন, “একটানা বৃষ্টির জেরে ব্রহ্মপুত্রের জলস্তর বেড়েছে । ফলে, বন্যায় .২৫ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন ।” টানা ভারী বৃষ্টির জেরে গত চারদিন ধরে ডিব্রুগড় শহর জলের তলায় । অসমের বিপর্যয় মোকাবিলা দপ্তর কর্তৃপক্ষ জানিয়েছেন, “১,২৮৯ গ্রাম জলের তলায় রয়েছে । ৩৭,৩১৩.৪৬ হেক্টর জমির ফসল নষ্ট হয়ে গেছে । ১০ জেলায় ১৩২টি ত্রাণ শিবির খোলা হয়েছে । সেখানে ১৯,৪৯৬ জন মানুষকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে । গুয়াহাটি, জোরহাটের নিমাতিঘাট, তেজপুর, গোয়ালপাড়া শহর এবং ধুবরি শহরে ব্রহ্মপুত্র বিপদসীমার উপর দিয়ে বইছে । বহু জায়গায় বাঁধ, রাস্তা, সেতু, কালভার্ট এবং অন্যান্য পরিকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে ।”