আমফান ক্ষতিগ্রস্ত এলাকাগুলিতে পুনর্নিমাণের কাজের জন্য আরও সেনা মোতায়েনের প্রয়োজন । তাই দ্রুত যাতে এই সমস্ত এলাকায় আরও সেনা আধিকারিকদের মোতায়েন করা হয়, তার আর্জি জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি পাঠালেন অধীর রঞ্জন চৌধুরি । তিনি চিঠিতে লেখেন, “আমি হতাশ হয়ে আপনার মনসংযোগ করতে চাইছি । আমফানের জেরে পশ্চিমবঙ্গ বর্তমানে বিপর্যস্ত । ক্ষতিগ্রস্ত এলাকাগুলিতে যে সমস্ত ত্রাণ ও খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া হচ্ছে, তা অপর্যাপ্ত ।” তিনি আরও লেখেন, “বিস্তীর্ণ এলাকাজুড়ে সমুদ্রের জল প্রবেশ করেছে । পানীয় জল পাওয়া যাচ্ছে না । প্রাণীদের পচা-গলা দেহ জলের মধ্যে ভেসে বেড়াচ্ছে । বিপর্যস্ত এলাকাগুলির বহু জায়গায় বিদ্যুৎ সংযোগ নেই । এমন কী, পশ্চিমবঙ্গে রাজধানী কলকাতা শহরেও বেশ কিছু এলাকায় বিদ্যুৎ সংযোগ এখনও বিচ্ছিন্ন রয়েছে । কোটি কোটি মানুষ কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে । সাত দিন হতে চলল অনেক জায়গায় এখনও বিদ্যুৎ না আসায় মানুষ এবার অধৈর্য্য হয়ে পড়ছে ।”প্রশাসন পুনর্নির্মাণ কাজে ব্যর্থ বলেই মনে করছেন অধীর চৌধুরি । তিনি চিঠিতে তা উল্লেখও করেন । লেখেন, “বিপর্যস্ত পরিস্থিতি সামলাতে ব্যর্থ রাজ্য প্রশাসন । তাই আমি আপনাকে অনুরোধ করছি, কলকাতা ও শহরতলি-সহ বাংলাকে স্বাভাবিক ছন্দে ফেরাতে আরও সেনাবাহিনী পাঠান । উদ্বেগজনক পরিস্থিতি সামাল দিতে আপনি দ্রুত উপযুক্ত ব্যবস্থা নেবেন বলে আমি আশা করছি ।”



