প্রায় সাড়ে ৩ মাস বন্ধ থাকার পর আজ থেকে দার্জিলিং পাহাড়ের পর্যটন কেন্দ্র খুলে যাচ্ছে। গত ২৩ জুন দার্জিলিংয়ে এনিয়ে সর্বদলীয় বৈঠক হয়। সেখানেই ১ জুলাই থেকে পর্যটকদের জন্য পর্যটনকেন্দ্রগুলি খুলে দেওয়ার সিদ্ধান্ত হয়। জিটিএ’র পর্যটন বিভাগের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর সুরজ শর্মা বলেন, পাহাড়ের গাড়ি চালক, ব্যবসায়ী সকলের আয়ের কথা ভেবে ১ জুলাই থেকে পর্যটনকেন্দ্র খু্লে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যদিও করোনা পরিস্থিতিতে এখনও আতঙ্কের মধ্যে রয়েছেন স্থানীয় বাসিন্দারা। স্থানীয়দের অনেকেই সোশ্যাল মিডিয়ায় এই সিদ্ধান্তের বিরুদ্ধে সরব হয়েছেন। জিটিএ’র পক্ষ থেকে পাহাড়ের পর্যটন কেন্দ্রগুলি খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হলেও কিছু জায়গায় এখনও জটিলতা রয়েছে। দার্জিলিংয়ের টাইগার হিল সিঞ্চুলা ফরেস্টের রেঞ্জ অফিসার উত্তম প্রধান বলেন, আমাদের কাছে এখনও কোনও নির্দেশিকা আসেনি। অন্যদিকে, দার্জিলিং চিড়িয়াখানা রাজ্যের অন্যান্য চিড়িয়াখানার সঙ্গেই খোলা হবে।