সন্দেশখালির ঘটনায় কেন্দ্রীয় সরকারের উপরেই দোষ চাপালেন আরেক সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রীয় সরকারকে ‘যুক্তরাষ্ট্রীয় কাঠামো’ ভেঙে ফেলার দোষারোপ করলেন কল্যাণ। কল্যাণ বন্দ্যোপাধ্যায় এদিন সন্দেশখালিতে ‘হিংসার’ ঘটনার প্রতিবাদ জানান। পাশাপাশি তিনি বলেন, ‘ভারতবর্ষে যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে ভেঙে দিয়েছে কেন্দ্র সরকার,তাই এধরনের ঘটনা ঘটছে।’ কেন্দ্রীয় সংস্থা ইডি – সিবিআইয়ের অপব্যবহার নিয়ে বিজেপি সরকারের বিরুদ্ধে আগেই বিষোদগার করেছেন তৃণমূল নেতৃত্ব। সেই রাস্তাতেই হাঁটলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। কোন্নগর বইমেলার উদ্বোধনে হাজির ছিলেন শ্রীরামপুর সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। সেখানেই তিনি জানান, যে বিষয় তদন্তের মধ্যে আছে সেটা নিয়ে মন্তব্য করব না। হিংসাকে প্রশ্রয় দেওয়ার জায়গা নেই। ভারতবর্ষের ফেডারেল স্ট্রাকচার যেটা রয়েছে সেটার উপর বিশ্বাস না থাকলে সেটাকে যখন ভেঙে দেওয়া হয় তখন এই ধরনের ঘটনা ঘটে। ভারতবর্ষের গণতন্ত্র দাঁড়িয়ে আছে যুক্তরাষ্ট্রীয় কাঠামোর উপর। কেন্দ্র সরকার সেই কাঠামোটাকে ভেঙে দিয়েছে। সে যুক্তরাষ্ট্রীয় কাঠামোটাকে ভাঙার জন্য আজকে এই ঘটনা ঘটছে।