কলকাতা

প্রতীক্ষার অবসান, আজ মাধ্যমিকের ফলপ্রকাশ

অবশেষে শুক্রবার শেষ হবে প্রতীক্ষার প্রহর। সকালেই বেরচ্ছে মাধ্যমিকের ফলাফল। পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় সকাল ১০টায় সাংবাদিক বৈঠক করবেন। সেখানেই আনুষ্ঠানিক ভাবে ফলপ্রকাশিত হবে মাধ্যমিকের। দুপুর ১২টার সময়ে ফলপ্রকাশ পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইটে। পরীক্ষার্থীরা – wbresults.nic.in ওয়েবসাইট থেকে নিজেদের রেজাল্ট জানতে পারবে। ওয়েবসাইটে ঢুকে প্রথমে হোমপেজে West Bengal Board of Secondary Education ( Madhyamik Pariksha ) Examination – 2023 লিঙ্কে ক্লিক করতে হবে। তারপর নতুন লগইন পেজ খুলে গেলে রোল নম্বর ও জন্মের তারিখ দিতে হবে। এরপর দেখা যাবে পরীক্ষার ফল। পড়ুয়ারা প্রয়োজনে প্রিন্ট আউট নিতে পারবে নিজেদের রেজাল্টের। চলতি বছর ২৩ ফেব্রুয়ারি থেকে ৪ মার্চ পর্যন্ত হয়েছিল মাধ্যমিক। পরীক্ষায় বসেছিল ৬ লক্ষ ৯৮ হাজার ৬২৩ জন পড়ুয়া। এবার তাদের ভাগ্যপরীক্ষার ফল আসবে সামনে।