বিদেশ

দ্বীপরাষ্ট্র নিউ ক্যালিডোনিয়ায় ভয়াবহ ভূমিকম্প, রিখটার স্কেলে ৭.৭, জারি সুনামি সতর্কতা

প্রশান্ত মহাসাগরের দ্বীপরাষ্ট্র নিউ ক্যালিডোনিয়ায় ভয়াবহ ভূমিকম্প। ৭.৭ মাত্রার ভয়বাহ ভূমিকম্পে কেঁপে উঠল বারোটি দ্বীপ নিয়ে গঠিত আড়াই লক্ষাধিক মানুষের ছোট্ট এই দেশ। সাম্প্রতিক কালের সবচেয়ে বড়মাপের এই ভূমিকম্প জারি হল সুনামি সতর্কতা। দেশের জনসংখ্যা কম থাকায় বড় মাপের ক্ষয়ক্ষতি হয়নি বলে প্রাথমিক অনুমান। সমুদ্রের উত্তাল গর্জন শোনা যাচ্ছে সেখানে। কয়েক জনের আহত হওয়ার খবর আসছে। দেশটির পূর্ব অংশে কম্পন সবচেয়ে বেশী অনুভূত হয়েছে। প্রশান্ত মহাসাগরের দ্বীপরাষ্ট্রে এখন সুনামির আশঙ্কা। ভূমিকম্পের কেন্দ্রস্থলের হাজার কিলোমিটারের মধ্য সুনামি আছড়ে পড়ার আশঙ্কা।