বিধানসভা ভোটের সময়ে বিজেপিতে ভিড়ে গিয়ে তৃণমূলের বিরুদ্ধে বিষোদগার করেছিলেন সাংসদ সুনীল মণ্ডল। ভোটে বিজেপির ভরাডুবির পরেই ‘তৃণমূলেই আছি’ বলে দাবি করলেও সুনীল মণ্ডল তৃণমূল কর্মীদের মন ভোলাতে পারেননি। যার পরিণাম মিলল বুধবার। গ্রামের মানুষের প্রবল ক্ষোভের মুখে পড়ে ফিরে যেতে হল পূর্ব বর্ধমানের সাংসদ সুনীল মণ্ডলকে। মঙ্গলবার কাটোয়ার মালঞ্চ গ্রামে এসেছিলেন একুশের বিধানসভা ভোটের আগে তৃণমূল থেকে বিজেপিতে যাওয়া সুনীল মণ্ডল। সাংসদ অবশ্য সম্প্রতি জানিয়েছেন তিনি নাকি তৃণমূলেই আছেন। এহেন সুনীল মণ্ডল এদিন মালঞ্চ গ্রামে ঢুকতেই গ্রামবাসী ও তৃণমূল কর্মীদের প্রবল বিক্ষোভের মুখে পড়েন। তার পর সাংসদকে একপ্রকার গ্রাম থেকে তাড়িয়েই দেওয়া হয়! এমনকী সুনীল মণ্ডল যখন বেরিয়ে যাচ্ছেন, তখনও তাঁর পিছনে শোনা যায়, ‘গো ব্যাক সুনীল মণ্ডল’ স্লোগান। কয়েকজন বিক্ষোভকারীকে মারমুখী ভঙ্গিতে দেখা যায়। ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছয় যে শেষ পর্যন্ত ওই গ্রাম থেকে বেরিয়েই যেতে বাধ্য হন সাংসদ সুনীল মণ্ডল।