আন্তর্জাতিক বিমান চলাচলের ক্ষেত্রে নিষেধাজ্ঞার মেয়াদ আরও বাড়ালো কেন্দ্র। বুধবার অসামরিক বিমান মন্ত্রকের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়, আগামি ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত আন্তর্জাতিক যাত্রীবাহী বিমান চলাচলের উপর নিষেধাজ্ঞা বজায় থাকবে। যদিও এই বিধিনিষেধের প্রভাব এয়ার বাবল-এর মাধ্যমে চলাচলকারী বিমান কিংবা পণ্যবাহী বিমানের উপর পড়বে না।উল্লেখ্য, ভারতের সঙ্গে এয়ার বাবল-এ সংযুক্ত রয়েছে আফগানিস্তান, অস্ট্রেলিয়া, বাহারিন, বাংলাদেশ, ভুটান , কানাডা, ইথিওপিয়া, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, ইরাক, জাপান, কাজাখস্তান, কেনিয়া, কুয়েত, মালদ্বীপ, মরিশাস, নেপাল, নেদারল্যান্ডস, নাইজেরিয়া, ওমান, কাতার, রাশিয়া, রুয়ান্ডা, সৌদি আরব, সেশেলস, সিঙ্গাপুর, শ্রীলঙ্কা, সুইজারল্যান্ড, তানজানিয়া, ইউক্রেন, সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাজ্য, মার্কিন যুক্তরাষ্ট্র এবং উজবেকিস্তান। এই চুক্তিবদ্ধ এয়ার বাবল-এর দ্বারা দুই পক্ষের দেশেই যাতায়াতের ক্ষেত্রে যাত্রীদের কয়েকটি নিয়ম মেনে চলতে হবে বলে ধার্য করা হয়েছে।