দেশ

কংগ্রেসের ডাকা বৈঠকে হাজির তৃণমূল, ডিএমকে সহ একাধিক বিরোধী দলের সাংসদেরা

সাম্প্রতিক অতীতে তৃণমূল কংগ্রেস ঠিক কবে কংগ্রেস সম্পর্কে কোনও ইতিবাচক কথা বলেছে তা মনে করা কঠিন। কিছুদিন আগেই মুম্বইয়ে গিয়ে শরদ পাওয়ারের সঙ্গে বৈঠকের পর মমতা বন্দ্যোপাধ্যায় বলেই দিলেন, জাতীয় রাজনীতিতে কংগ্রেসের গুরুত্বই নেই। উল্টোদিকে, রাজ্য কংগ্রেস প্রধান অধীর চৌধুরীও বরাবর তৃণমূলের সঙ্গে দূরত্ব বজায় রাখার ব্যাপারে সওয়াল করেছেন দিল্লির কাছে। শীত অধিবেশনের আগে সেই কংগ্রেসের ডাকা বৈঠকে হাজির তৃণমূল। ফলে জোর জল্পনা, এবার কি কংগ্রেসের সঙ্গে তৃণমূলের সম্পর্ক অন্য দিকে মোড় নিচ্ছে? রাজনৈতিকমহল বলছে, কংগ্রেসের ডাকা বৈঠকে তৃণমূলের হাজির হওয়ার পেছনে কিছু ঘটনাক্রম রয়েছে।