দেশ

পুণেতে হিন্দু পূণ্যার্থীদের শোভাযাত্রায় পুলিশের লাঠিচার্জ অভিযোগ

রাজ্যে হিন্দুত্ববাদীদের সরকার। অথচ মন্দিরে ঢুকতে গিয়ে মহারাষ্ট্রের বিজেপি-শিবসেনা সরকারের পুলিশের বেধড়ক লাঠি খেতে হলো হিন্দু পূণ্যার্থীদের। পুলিশের বেধড়ক লাঠিপেটায় আহত হয়েছেন একাধিক পূণ্যার্থী। আর বিজেপি-শিবসেনা সরকারের পুলিশের এমন আচরণের প্রতিবাদে গর্জে উঠেছেন এনসিপি-শিবসেনা নেতারা। শিবসেনার মুখপাত্র তথা রাজ্যসভার সাংসদ সঞ্জয় রাউত কটাক্ষের সুরে বলেছেন, ‘মহারাষ্ট্রে মোঘল শাসকদের রাজত্ব ফিরে এসেছে।’ হিন্দু পূণ্যার্থীদের ওপরে বেধড়ক লাঠিচার্জের ঘটনায় যথেষ্টই বিড়ম্বনায় মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে। যদিও রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী তথা দেবেন্দ্র ফড়নবিশ দাবি করেছেন, পুলিশ লাঠি চালায়নি। জানা গিয়েছে, আষাঢ় একাদশী উপলক্ষে পান্ডারপুরে ভগবান ভিটোবার (ভগবান কৃষ্ণ) মন্দিরে জড়ো হতে আলান্দি ও ঢেউ থেকে ধ্যানেশ্বর ও তুকারাম মহারাজের পাল্কি নিযে রওনা হয়েছিলেন কৃষ্ণ উপাসক হিসেবে পরিচিত ওয়ারকারি সম্প্রদায়ের ভক্তরা। কিন্তু আলান্দিতে শ্রীক্ষেত্র মন্দিরে আচমকাই শোভাযাত্রায় অংশ নেওয়া পূণ্যার্থীদের সঙ্গে পুলিশের বচসা বেঁধে যায়। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে পুলিশ লাঠি উঁচিয়ে হিন্দু পূণ্যার্থীদের দিকে তেড়ে যাচ্ছে। এমনকী মন্দিরে ঢুকতে বাধা দিচ্ছে। পুলিশের লাঠিতে বেশ কয়েকজন পূণ্যার্থী আহত হয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে হিন্দু পূণ্যার্থীদের ওপরে পুলিশের লাঠিচার্জের ভিডিও ভাইরাল হতেই সমালোচনায় সরব হন বিরোধীরা।