কলকাতা

তৃণমূলে যোগই দেননি, আইনজীবীর মাধ্যমে বিধানসভার স্পিকারকে জানালেন মুকুল

মুকুল রায় তৃণমূলে যোগ দেননি। মুকুল রায়ের বিধায়ক পদ খারিজ সংক্রান্ত স্পিকারের শুনানিতে অংশ নিয়ে এমনই জানালেন মুকুল রায়ের আইনজীবী সায়ন্তক দাস৷ শুক্রবার বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের ঘরে শুনানিতে একথা বলেন তিনি। আইনি পথে এই মন্তব্যের বিরোধিতা করা হবে বলেই দাবি বিজেপির। যদিও মুকুল রায়ের আইনজীবীর এই দাবির পাল্টা লিখিত প্রতিবাদ জানাতে চলেছেন শুভেন্দু অধিকারীর আইনজীবী বিল্বদল ভট্টাচার্য৷